Durga Puja: Durga Puja 2024: বাঙালির সেরা উৎসব, সেরা পুজো হল দুর্গাপুজো। শাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা দশ দিন ধরে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হিন্দু পঞ্চাঙ্গেক সপ্তম মাসে এই যুদ্ধশেষে তিনি মহিষাসুর নামে নির্দয় অসুররাজকে বধ করেছিলেন। যার মাধ্যমে অত্যাচার থেকে মুক্তি মিলেছিল। অশুভের ওপর শুভ শক্তি স্থাপিত হয়েছিল।
এবারের দুর্গাপুজোর সব নাকি সকালে। অত সকালে কীভাবে পুজোয় যোগ দেবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে আশঙ্কার শেষ নেই। কিন্তু, সত্যিই কী তাই? একবার দেখে নেওয়া যাক। মঙ্গলবার ৮ অক্টোবর পঞ্চমী থাকছে সকাল ৭টা ৯ পর্যন্ত। তারপর থেকেই ষষ্ঠী শুরু। যথারীতি অন্যবারের মত মঙ্গলবার সন্ধ্যায় হবে বোধন। ষষ্ঠী থাকছে ৯ অক্টোবর বুধবার সকাল ৭টা ৩২ পর্যন্ত। তারপর শুরু সপ্তমী। থাকছে বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ পর্যন্ত। অষ্টমী থাকছে শুক্রবার সকাল ৬টা ৪৮ পর্যন্ত। অষ্টমীর শেষেই হবে অঞ্জলি। নবমী থাকছে শনিবার সকাল ৫টা ৪৪ পর্যন্ত। দশমী থাকছে ভোররাত ৪টা ১৪ পর্যন্ত। এবার দেবীর দোলায় আগমন। ফল হল মড়ক। আর, ঘোড়া বা ঘোটকে গমন। ফল, ছত্রভঙ্গ হওয়া।
দুর্গাপুজোর ১০ তিথির গুরুত্ব
- প্রতিপদ তিথি- পুজোর প্রথম দিনে শৈলপুত্রীর পূজা ও ঘটস্থাপনা হয়। এই দিনে দেবীকে দেশি ঘিয়ের লাড্ডু নিবেদন করা হয়। দেবী শৈলপুত্রী পার্বতীর অবতার। তাঁর হাতে ত্রিশূল থাকে।
- দ্বিতীয়া তিথি- দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। দেবীর এই রূপকে ব্রহ্মচারিণী নামে পুজো করা হয় দ্বিতীয়া তিথিতে। ভক্তরা ব্রহ্মচারিণী দেবীকে ফল এবং চিনি নিবেদন করেন।
- তৃতীয়া তিথি- দেবী তৃতীয়া তিথিতে চন্দ্রঘণ্টা রূপে পূজিতা হন। এই রূপ দুর্গার উগ্রতম অবতার। ভক্তরা এই রূপের দেবীকে ক্ষীর নিবেদন করেন।
- চতুর্থী তিথি- এই তিথিতে দেবী কুষ্মাণ্ডা রূপে পূজিতা হন। এই রূপে দেবীকে মালপুয়া নিবেদন করা হয়।
- পঞ্চমী তিথি- এই রূপে দেবী স্কন্দমাতা নামে পূজিতা হন। দেবীর কাছে ভক্তরা সুস্বাস্থ্য প্রার্থনা করেন। দেবীকে ভোগ হিসেবে কলা নিবেদন করা হয়।
- ষষ্ঠী তিথি- এই তিথিতে দেবী কাত্যায়নী রূপে পূজিতা হন। তাঁকে মধু নিবেদন করা হয়। দেবী ভক্তদের মধুর মত মিষ্টি জীবন দিয়ে আশীর্বাদ করেন বলে ধরে নেওয়া হয়।
- সপ্তমী তিথি- এই তিথিতে দেবীকে কালরাত্রি রূপে পুজো করা হয়। ভক্তরা দেবীকে গুড় নিবেদন করেন।
- অষ্টমী তিথি- এই তিথিতে মহাগৌরীর উপাসনা করা হয়। দেবীকে নারকেল নিবেদন করা হয়। দেবী তপস্যা এবং অধ্যবসায়ের প্রতীক।
- নবমী তিথি- এই তিথিতে দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। দেবীর এই নবম রূপ জ্ঞানের প্রতীক। দেবীকে তিল নিবেদন করা হয়।
- দশমী তিথি- এই তিথিতে দেবী অপরাজিতার পুজো হয়। দেবীর ঘটবিসর্জন হয়।