Protein Hair Mask: চুল পড়া রুখতে একটি ডিম দিয়েই বানান প্রোটিন হেয়ার মাস্ক, রেজাল্ট দেখে চমকে যাবেন!

Protein Hair Mask: ডিম আর দই দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন প্রোটিন হেয়ার মাস্ক। এটি খুশকি, চুলকানি ও চুল পড়ার মত সমস্যার সমাধান করে ফেলতে পারে চটপট।

Protein Hair Mask: ডিম আর দই দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন প্রোটিন হেয়ার মাস্ক। এটি খুশকি, চুলকানি ও চুল পড়ার মত সমস্যার সমাধান করে ফেলতে পারে চটপট।

author-image
IE Bangla Web Desk
New Update
Protein Hair Mask: এই হেয়ার মাস্ক চুলে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে।

Protein Hair Mask: এই হেয়ার মাস্ক চুলে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে।

Protein Hair Mask: আপনার চুল কি প্রতিদিন ঝরছে? মাথার ত্বকে খুশকি, চুলকানি আর শুষ্কতা কি আপনার চুলের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে? বাজারের দামি দামি হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও যদি কোনও ফল না পান, তাহলে এবার ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে শিখুন।

Advertisment

আজ আমরা বলব কীভাবে শুধুমাত্র একটি ডিম আর সামান্য দই ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া প্রোটিন হেয়ার মাস্ক, যা আপনার চুলকে মজবুত ও ঝলমলে করে তুলবে।

আরও পড়ুন- দইয়ের সঙ্গে কফি আর কর্পূর মিশিয়ে লাগান, আপনার চুল কালো হয়ে যাবে!

Advertisment

এই হেয়ার মাস্কের মূল উপাদান

উপকরণ:

  • ডিম – ১টি (কুসুম-সহ গোটা ডিম)

  • টক দই – ১/৪ কাপ (ঘরে তৈরি হলে আরও ভালো)

আরও পড়ুন- আর রাসায়নিক রং নয়! পান এবং মেহেন্দি পাতা দিয়ে চুল কালো করুন ঘরেই

কীভাবে বানাবেন এই মাস্ক?

  1. একটি পরিষ্কার পাত্রে একটি গোটা ডিম ফাটিয়ে নিন।

  2. তাতে ১/৪ কাপ টক দই দিন।

  3. একটি চামচ বা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি গাঢ় হয়।

আরও পড়ুন- চা ও লবঙ্গ দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার কালার, বাজার চলতি ডাই ছাড়াই পাকা চুল হবে কালো

কীভাবে লাগাবেন চুলে

  1. চুল ধোয়া অবস্থায়, তেল ছাড়াই শুকনো চুলে এই মাস্কটি লাগাতে হবে।

  2. আঙুল বা ব্রাশ ব্যবহার করে মাস্কটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান।

  3. হালকা করে ম্যাসাজ করুন যেন মাথার ত্বকে মাস্কটি ভালোভাবে প্রবেশ করে।

  4. মাস্ক লাগানোর পরে ২০–৩০ মিনিট রাখুন।

  5. ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ও হালকা কোনও সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।

আরও পড়ুন- ডার্মাটোলজিস্টরাও মেনে চলেন ত্বকচর্চার এই ৫ ঘরোয়া কায়দা, ফল মিলবে হাতেনাতে

কতবার ব্যবহার করবেন?

প্রতি ২ সপ্তাহে ১ বার ব্যবহার করতে পারেন এই হেয়ার মাস্ক। নিয়মিত ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে ঘন, মজবুত ও চকচকে।

উপকারিতা:

১. চুল পড়া রোধ করে

ডিমে থাকা প্রোটিন, বায়োটিন ও সালফার চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া কমায়।

২. খুশকি ও চুলকানি দূর করে

দই-এর মধ্যে থাকা প্রোবায়োটিক উপাদান মাথার ত্বকে থাকা ছত্রাক দূর করতে সাহায্য করে।

৩. চুলে আর্দ্রতা যোগায়

দই ও ডিমের মিশ্রণ চুলকে নরম ও হাইড্রেটেড রাখে। এটি স্প্লিট এন্ড রোধেও কার্যকর।

৪. প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে

এই মাস্ক ব্যবহারের পর চুল হয় আল্ট্রা সফট ও ম্যানেজেবল। হিটিং প্রোডাক্ট বা কেমিক্যাল ছাড়াই চুলে আসে স্কাভাবিক ঝলক।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

  • খুব বেশি তাপমাত্রায় জল ব্যবহার করবেন না, নাহলে ডিম জমে যেতে পারে।

  • সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে আগে হাতের ওপর Patch Test করে নিন।

  • যদি গন্ধ নিয়ে অস্বস্তি হয়, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।

আপনার চুলের যত্নে যদি খাঁটি ও প্রাকৃতিক সমাধান চান, তবে এই ডিম-দই প্রোটিন হেয়ার মাস্ক একবার ব্যবহার করে দেখুন। কোনও কেমিক্যাল ছাড়াই এটি আপনার চুলে প্রাণ ফিরিয়ে আনতে পারে। বর্ষার দিনে চুল পড়া, চুলকানি আর খুশকির যন্ত্রণা থেকে মুক্তির জন্য এটি হতে পারে আপনার হেয়ার কেয়ার রুটিনের সেরা সংযোজন।

hair mask Protein