Eid al-Adha 2021 Date in India: ইদ উল-আধা বা বকরি ইদ, ইসলাম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গুলির মধ্যে একটি। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে , “ত্যাগের উৎসব” নামেও অভিহিত। এই উৎসবের মাহাত্ম্য সম্পর্কে বলতে গেলে, ইব্রাহিম তাঁর পুত্র ইসমাইলকে কোরবানি দেন, আল্লাহর প্রতি তার অনুবর্তিতা প্রকাশে। যদিও আল্লাহ এর আগে, কোরবানির বস্তু হিসেবে ভেড়া বা ছাগলের শর্ত আরোপ করেন। সেই কারণে এই দিন মুসলিম সম্প্রদায়ের প্রায় সকলেই ছাগল বা ভেড়া কোরবান করেন।
সাধারণত, ইদ উল-আধা পালিত হয় ধু আল হিজ্জাহের দশম দিনে বা লুনার ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসে। এই দিন ইদ কোরবানি বা কুরবান বায়ারামি নামেও পরিচিত এবং এই দিনটিই হজ যাত্রার শেষ দিন হিসেবেই চিহ্নিত। জমিয়তে উলেমা-ই-হিন্দের অনুযায়ী, এই বছর জুল হিজ্জাহ্ এর চাঁদ দেখা যায় ১১ জুলাই। সুতরাং তার থেকে দশম দিন অর্থাৎ ২১ তারিখেই ভারতবর্ষে পালিত হবে বকরি ঈদ। সৌদি আরবে ঠিক তার আগের দিন অর্থাৎ ২০ তারিখ পালিত হবে।
এই দিন মুসলিম সম্প্রদায়ের সকলেই ছাগল বা ভেড়া কোরবানি দেন। আল্লাহর প্রতি তাদের আনুগত্য, শ্রদ্ধা প্রকাশ করার এই দিনে সমাজের তরফ থেকে তাঁরা, ত্যাগ, হিংসা বিসর্জন দেন। কোরবানির মাংস মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের জন্য, দ্বিতীয় ভাগ গরিব মানুষদের জন্য, তৃতীয় ভাগ একদম কাছের ঘনিষ্ঠ কিছু মানুষদের জন্য।
আরও পড়ুন Eid ul-Fitr 2021 Date: ইদ উল-ফিতরের মাহাত্ম্য, ইতিহাস এবং গুরুত্ব
এই পবিত্র দিনে তাঁরা সকলেই মসজিদে নামাজ আদা করেন। সাধারণত দিনের মধ্য ভাগের প্রার্থনা করেন। ইমাম সাহেবের সহায়তায় সম্পন্ন হয়। পুরুষ, মহিলা এবং শিশুরা প্রত্যেকেই নিজেদের নতুন এবং সুন্দর পোশাকে সবার সঙ্গে বার্তা বিনিময় করেন। যদিও বা গতবছর থেকে নানান ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে করোনা পরিস্থিতির কারণে। এবছরও তার ব্যতিক্রম নয়, সচেতন নাগরিকদের মধ্যে অনেকেই নিজের বাড়িতে বসেই দোয়া করেছেন আল্লাহর কাছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন