Feng Shui thinks it is not right to give handkerchiefs to loved ones: ভালোবাসার মানুষ কিংবা পছন্দের মানুষজনকে প্রত্যেকেই মাঝেমধ্যে নানা উপহার দিয়ে থাকেন। সম্পর্কে সুন্দর একটি ছন্দ ধরে রাখতে এই ছোটোখাটো উপহার দেওয়ার বিষয়টি পারস্পরিক সমঝোতার দিকটি আরও মসৃণ করে দেয়। তবে সব উপহারই আপনার ভালোবাসার মানুষকে দেওয়া চলবে না। কিছু কিছু এমন জিনিসও রয়েছে যেগুলো আপনার ভালোবাসার মানুষকে দিলে ফল উল্টো হতে পারে। অন্তত ফেংশুই তাই বলছে।
প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী নিজেদের একে অপরকে উপহার হিসেবে নানা সময় নানা জিনিস দিয়ে থাকেন। ভ্যালেন্টাইন ডে হোক কিংবা বিবাহবার্ষিকী আবার জন্মদিন কিংবা অন্য বিশেষ কোনও দিনেও ছোটখাটো উপহার সব সম্পর্কেই অন্য এক ছন্দ এনে দেয়। ফেংশুই অনুযায়ী স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে সব ধরনের উপহারই দেওয়া চলে না। এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।
ফেংশুই অনুযায়ী, আপনার ভালোবাসার মানুষকে কখনও রুমাল উপহার হিসেবে দেবেন না। প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী একে অপরকে কখনও রুমাল উপহার হিসেবে দেবেন না। এতে সম্পর্কে ভুল বোঝাবুঝি হঠাৎ বেড়ে যেতে পারে। দিনে দিনে সেই সম্পর্ক চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্পর্ক ঘুঁচে পর্যন্ত যেতে পারে। তাই পছন্দের মানুষকে রুমাল কিংবা এই ধরনের জিনিস উপহার দেওয়া থেকে বিরত থাকাই ভালো বলে মনে করে ফেংশুই।
আরও পড়ুন- ways to keep your wife happy: কথায় কথায় ঝগড়া? বউ সামলানোর 'বাম্পার টেকনিক' এখনই জানুন!