Tips on How to Handle a Wife: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ-দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। ইঁদুর দৌড়ের জীবনে সংসারে আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে স্বামী-স্ত্রী উভয়ই সমান পরিশ্রম করে চলেছেন অহরহ। লক্ষ্য একটাই, পরিবারে যাতে শান্তি থাকে, যাতে সমৃদ্ধি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা ঘটছে না। বিশেষ করে পছন্দের মানুষকে 'খুশি' রাখতে গিয়ে হিমশিম দশা হয় অনেকেরই। অনেক সংসারেই দেখা যায় স্ত্রীকে 'খুশি' রাখতে গিয়ে ঘোরতর প্যাঁচে পড়তে হয় স্বামীদের। বিশেষ এই প্রতিবেদনে সেই সব জ্বলন্ত সমস্যা থেকে মুক্তির সহজ কিছু উপায় নিয়েই বিশদে আলোচনা করা হল।
স্ত্রীর কথায় গুরুত্ব দিন:
অনেক ক্ষেত্রেই অনেক স্বামী সংসারে নিজের মতকেই প্রাধান্য দিয়ে থাকেন। তাঁর সেই কথা যাতে অন্যরাও মানেন সেই চেষ্টা করতে থাকেন অহরহ। এক্ষেত্রে স্ত্রীর মতকে অনেকেই গুরুত্ব দিতে চান না। এটা না করে বরং স্ত্রীর কথা মন দিয়ে শুনুন। স্ত্রীও ভুল কিছু বললে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে আরও একটু সময় নিন। স্ত্রীর মতামতকে গুরুত্ব দিন।
ছোটোখাটো বিতর্ক এড়িয়ে চলুন:
সংসারে মাঝেমধ্যেই নানা কথা নিয়ে বিতর্ক তৈরি হয়। হয়তো আপনার স্ত্রী এমন কিছু একটা বলল যেটা আপনার একেবারেই পছন্দ নয়। তবে সব সময় সেই কথায় রিয়্যাক্ট করতে যাবেন না। মাঝেমধ্যেই স্ত্রীর সেই সব কথা বরং এড়িয়ে চলার অভ্যাস করুন। এতে পারস্পরিক সমঝোতার দিকটা বজায় থাকবে।
আরও পড়ুন- toxic coworkers: অফিসে বড্ড পেছনে লাগছে সহকর্মী? বিবাদ এড়িয়ে পরিস্থিতি সামলানোর নিনজা টেকনিক জানুন!
তিক্ততা ভুলে সামনে তাকান:
অনেক সময় অতীতের বেশ কিছু ঘটনা নিয়েও সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে। এক্ষেত্রে আপনার স্ত্রীর দ্বারা যদি তেমন কোনও 'ভুল' হয়েও থাকে তা নিয়ে বর্তমান জীবনে তাঁকে খোঁচা দেওয়ার অভ্যাস পরিত্যাগ করুন। অতীত ভুলে সামনের দিকে তাকান।
আরও পড়ুন- Palak Kachuri Recipe: কড়াইশুটির কচুরি তো অনেক খেলেন, এবার বাড়িতে এই কচুরি বানিয়ে খান, স্বাদে মুগ্ধ হয়ে যাবেন
মাঝেমধ্যে স্ত্রীকে ছোটখাটো উপহার:
সাংসারিক জীবনে তদুপরি স্বামী-স্ত্রীর সম্পর্কে এই বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। আপনার সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে স্ত্রীকে ছোটোখাটো উপহার দিন। এতে তিনি খুশি হবেন। স্ত্রীকে ফিল করান যে তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- 5 Easy Bathroom Cleaning Tips: নোংরা বাথরুম নিয়ে বিরক্ত? নো চিন্তা, এই ৫ টোটকায় ঝকঝকে পরিষ্কার করে ফেলুন
স্ত্রীকে সময় দিন:
ব্যস্ত জীবনে একটু সময় আলাদা করে বের করে নিন। ওই সময়টায় স্ত্রীর সঙ্গে একান্তে কাটানোর চেষ্টা করুন। ভালো-ভালো মুহূর্তগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলুন।