Advertisment

Toothpaste: ধ্বংস হয়ে যাবে দাঁত! মাজন নিয়ে হেলাফেলা নয়! এখবর আগে পড়ুন

Toothpaste: বাজারে একাধিক সংস্থার বিভিন্ন দাঁতের মাজন আছে। সব সংস্থারই দাবি, তাঁদের প্রোডাক্টটি একেবারে পারফেক্ট। তবে তাতে না ভুলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনটি আপনার জন্য একেবারে পারফেক্ট তা জেনে নিন। বিশেষ এই প্রতিবেদনে দাঁতের মাজন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিলবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Toothpaste Color Code

দাঁতের মাজন নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্য জেনে নিন।

Toothpaste Color Code: টুথপেস্টের নীচের অংশে কিছু কালারফুল মার্ক বা চিহ্ন করা থাকে। অনেকে হয়তো এটি-কে ডিজাইন ভেবে ভুল করে থাকেন। বিশেষ এই প্রতিবেদনে টুথপেস্টের নীচের অংশের বিভিন্ন কালারমার্ক নিয়ে নতুন এই তথ্য জানার সুযোগ মিলবে। আপনার জন্য যা সত্যিই বেশ প্রয়োজনীয় হতে পারে।

Advertisment

সাধারণত প্রতিটি টুথপেস্টের নীচের অংশে কালো, নীল, সবুজ বা লাল চিহ্ন করা থাকে। প্রত্যেকটি রঙের পিছনেই একটি করে সিক্রেট লুকিয়ে রয়েছে। যা জানলে অবাক না হয়ে পারবেন না। আপনার দাঁত মাজার মাজনের নীচের অংশে গোলাকৃতির 'নীল' রঙের অর্থ হল, পেস্টটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। তবে এর সঙ্গে কিছু মেডিসিন বা ওষুধও মেশানো হয়েছে।

আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরে ঝড় বয়ে যাবে, শুধু এই কাজটি করুন ঝটপট

টুথপেস্টের নীচে 'লাল' রঙের চিহ্ন থাকলে তার অর্থ হল, সেটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ও তার সঙ্গে কিছু কেমিক্যালও মেশানো হয়েছে। মাজনের নীচের অংশে 'কালো' রঙের অর্থ হল পেস্টটি সম্পূর্ণভাবেই কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে। এতে কোনও প্রাকৃতিক উপাদান নেই।

আরও পড়ুন- AC Machine: AC নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা! এই সমস্যাটি দেখলেই সতর্ক হোন! নয়তো বিপদের শেষ থাকবে না

তবে আপনার টুথপেস্টের নীচের অংশটিতে যদি 'সবুজ' রঙের মার্ক থাকে তবে সেটি সম্পূর্ণভাবেই প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করা হয়েছে। তাতে কোনও কেমিক্যাল কিংবা ওষুধ মেশানো হয়নি। আপনার টুথপেস্টের নীচের অংশে কোন রঙের চিহ্ন রয়েছে? দেখে নিন ঝটপট।

toothpaste teeth Toothpaste Color Code
Advertisment