একটা ছবি, যা হুলুস্থুল ফেলেছে চারদিকে। সম্প্রতি স্যোশাল সাইটে ভাইরাল হয়েছে সেই ছবি। নেটিজেনরা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। টুইটার ইউজার রবার্ট ম্যাগুইয়ার একটি ছবি শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। প্রথমবার চট করে দেখলেই মনে হবে এটি একটি কালো কাকের ছবি। তবে একেবারেই তা নয়, রীতিমতো বোকা বনেছেন প্রত্যেকেই। কাক তো নয়, তবে কীসের ছবি? দেখুন নিজেই।
"এই জোড়া কাককে দেখে বেশ ইন্টেরেস্টিং-ই লাগছে, কারণ এটি কোনও কাক নয়, এটি................" নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি দিয়ে এমনই ক্যাপশন লিখেছেন রোবর্ট। ইতিমধ্যেই ৩২ হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে সেই পোস্ট।
আরও পড়ুন: ক্যাটওয়াকে খুদে ‘ক্যাট’, দেখুন সেই বিরল দৃশ্য
দেখুন তো বুঝতে পারেন কিনা এটা কিসের ছবি।
পেরেছেন কি? নাহলে ভাল করে দেখুন ঠিক কিনের ছবি এটি।
হ্য়াঁ ঠিকই ধরেছেন, কাক নয় এটি একটি বিড়ালের ছবি।