/indian-express-bangla/media/media_files/2025/08/24/ganesh-chaturthi-2025-2025-08-24-17-13-14.jpg)
Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীর শুভ সময় জেনে নিন।
Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থী হল ভগবান গণেশের জন্মোৎসব। ভগবান গণেশকে 'বিঘ্নহর্তা' বলা হয়, অর্থাৎ তিনি জীবনের সব বাধা দূর করেন। তিনি জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই নতুন কোনও কাজ শুরু করার আগে বা শুভ অনুষ্ঠানের পূর্বে গণেশ পূজা করার রীতি রয়েছে। শাস্ত্রমতে, ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল। তাই এই দিনটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
পঞ্জিকা অনুযায়ী
আরও পড়ুন- গণেশ চতুর্থীর সঠিক তারিখ কবে? ফল পেতে পূজার নিয়ম জানুন
পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ২৬ অগস্ট দুপুর ১টা ৫৪ মিনিটে এবং চলবে ২৭ অগস্ট দুপুর ৩টা ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট ২০২৫। মূর্তি স্থাপনের শুভ সময় → সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এই সময় ভগবান গণেশের আরাধনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে বলেই মনে করা হয়।
আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, গণপতি বাপ্পার পূজো করলে জীবনের সমস্ত সংকট দূর হয়। পারিবারিক শান্তি বজায় থাকে। আর্থিক উন্নতি ঘটে। নতুন কাজে সাফল্য আসে। মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়। মহারাষ্ট্রে সবচেয়ে বড় আকারে গণেশ চতুর্থী পালিত হয়। মুম্বই, পুনে-সহ মহারাষ্ট্রের নানা শহরে গণেশ পূজার বিশাল আয়োজন করা হয়। গণেশ মূর্তি স্থাপন করে ১০ দিন ধরে চলে উৎসব। কিন্তু শুধু মহারাষ্ট্রই নয়। আজকাল গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এমনকী বাংলাতেও গণেশ পূজা জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়
গত কয়েক বছরে বাংলাতেও গণেশ পূজা বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে থিম-ভিত্তিক গণেশ পূজা দেখা যাচ্ছে। দুর্গাপুজোর মতো থিম প্যান্ডেল বানানো হচ্ছে গণেশ পুজোতেও। অনেক পরিবারও ব্যক্তিগতভাবে এই পূজা করে। গণেশ পূজাতে সকালে স্নান সেরে পরিষ্কার পোশাকে পূজায় বসতে হয়। ভগবান গণেশকে লাল ফুল, দূর্বা, মোদক ও লাড্ডু নিবেদন করতে হয়। প্রদীপ জ্বালিয়ে গণেশ স্তব ও মন্ত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। স্থাপন করে অন্তত একদিন ভক্তিভরে পূজা করার পর মূর্তি বিসর্জন দিতে হয়।
আরও পড়ুন- শুঁড় থেকে কান, গণেশের শরীরের প্রত্যেক অংশের আলাদা রহস্য, জানেন সেটা?
যাই হোক, মোদ্দা কথাটা হল- গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট। সেই দিন সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত শুভ সময়ে গণপতি বাপ্পার আরাধনা করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকবে বলেই বিশেষজ্ঞদের মত।