/indian-express-bangla/media/media_files/2025/01/27/8j87R2W9cmRAMWyVZu4K.jpg)
দেশে শতাধিক GBS আক্রান্তের হদিশ, মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ Photograph: (ফাইল চিত্র)
Guillain-Barré Syndrome, Symptoms & Treatment: কোভিডের পর ফের নয়া আতঙ্ক গুলেন বারে (Guillain-Barré Syndrome)। স্নায়ুর এক বিরল রোগ এটি। যার জেরে একের পর এক মৃত্যু উদ্বেগ তৈরি করেছে। দেশজুড়ে আতঙ্কের নয়া নাম এই রোগ। মহারাষ্ট্রের পুনেতে GB Syndrome ভয়াবহ আকার নিয়েছে। বাংলাতেও থাবা বসিয়েছে এই বিরল রোগ। গত ৪ দিনে বাংলায় ৩ জনের মৃত্যু হয়েছে এই রোগে।
হঠাৎ কেন এই রোগের প্রাদুর্ভাব?
আগে এই রোগকে বিরল রোগ হিসাবেই দেখা হত। স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ একদমই বিরল রোগ। ১০০ বছর আগে এই রোগটি নির্ণয় হয়েছিল। তখন এই রোগকে LGB Syndrome বলা হত। ঋতু পরিবর্তনের সময়ই রোগ হয়ে থাকে। কারণ এই সময়ে ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণের মতো রোগ বাড়ে। এবারও তাই দেখা যাচ্ছে।
এই রোগ কি ছোঁয়াচে?
বিশেষজ্ঞদের কথায়, এই ভাইরাস বা ব্যাকটেরিয়া কিংবা অনেক সময় অস্ত্রোপচারের পরে হলেও ছোঁয়াচে মোটেই নয়। কোনও নির্দিষ্ট এলাকায় এর প্রাদুর্ভাব হলেও এক রোগীর থেকে আরেক রোগীর মধ্যে ছড়াচ্ছে এমনটা নয়। কোভিডের সময়েও এই রোগ দেখা গিয়েছিল। তবে এই রোগে মৃত্যু অবধারিত সেটা নয়।
আরও পড়ুন বাংলায় বিপদ বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম, NRS হাসপাতালে মৃত্যু কিশোরের
কেন হয় এই রোগ?
স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয় যে কেন রোগটি হয়। আগে ভাবা হত ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণের পর একটি অংশ দেহের স্নায়ুতন্ত্রে আঘাত হানে। সেই সময় শরীরের ইমিউনিটি ভুল করে বসে। ভাইরাসকে আক্রমণ না করে সরাসরি স্নায়ুকেই আক্রমণ করে বসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ সেলফ হিলিং রোগ অর্থাৎ মেডিক্যাল সায়েন্সের ভাষায়, নিজে থেকেই সেরে ওঠা হিসাবে বর্ণনা করা হয়েছিল। পরে চিন থেকে একটি ভ্যারিয়েন্ট ভারতে আসে। সেটা মায়োলিন শিথ ড্যামেজ করে দেয় এবং স্নায়ুও নষ্ট হয়ে যায়। এবার দুটি ভ্যারিয়েন্ট আসার পর যে রোগ হচ্ছে সেটা Guillain-Barré Syndrome কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।