New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/29/vicJGMfJjb9iXgyNqywE.jpg)
Guillain-Barre syndrome: প্রতীকী ছবি।
Guillain-Barre syndrome: প্রতীকী ছবি।
student dies of Guillain Barre syndrome in Kolkata NRS hospital: এবার গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। যদিও মৃত ছাত্রের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে আরও চারজন শিশু বর্তমানে এই গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
আতঙ্ক বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম (Guillain-Barre syndrome)। এবার কলকাতার NRS হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু আতঙ্ক আরও বাড়িয়েছে। অরিত্র মণ্ডল নামে দ্বাদশ শ্রেণির ওই ছাত্র গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিল বলে দাবি। উত্তর ২৪ পরগনার আমডাঙার তাবাবেরিয়ার বাসিন্দা অরিত্র প্রথমে গলায় ব্যথা অনুভব করেছিল। চিকিৎসকের পরামর্শে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ওই কিশোর গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিল বলে জানানো হয়। যদিও মৃত ছাত্রের পরিবার এক্ষেত্রে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে। গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হলে ঠিক কী ধরনের ওষুধের প্রয়োজন হয় তা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয়নি বলে অভিযোগ।
উল্লেখ্য, এই গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে কলকাতার সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে আরও চারজন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে দাবি করা হয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনই এই রোগ নিয়ে প্রবল উদ্বেগের কোনও কারণ নেই। তবে তাদের এই আশ্বাসেও বিশেষ কাজ হচ্ছে না। বিশেষ করে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুর পর আতঙ্ক বেড়েছে বহুগণে। গুলেন বারি সিনড্রোম রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। একজনের মৃত্যুরও খবর মিলেছে।
আরও পড়ুন-Saraswati Puja Weather: ভরা মাঘেই শীতের দফারফা! সরস্বতী পুজোর আবহাওয়া নিয়ে মিলল বড় আপডেট