Valentine’s Day Week 2024: প্রেমদিবস ভ্যালেন্টাইনস ডে নিয়ে নানা পরিকল্পনা মাথায় ঘুরঘুর করে অনেকেরই। কিন্তু, সময়মতো সেটা কাজে লাগাতে পারেন না। অথবা, মনের মানুষকে মনের কথাটা এতদিনে বলেও উঠতে পারেননি। সেই সুযোগ এনে দিয়েছে এবারের ভ্যালেন্টাইনস সপ্তাহ।
প্রেমপত্র
একটা সময় প্রেমপত্র ছিল প্রেম শুরুর প্রস্তাব দেওয়ার সবচেয়ে ভালো উপায়। সময় এগিয়েছে, মেসেজ আর হোয়াটসঅ্যাপ টেক্সট এসেছে। কিন্তু, প্রেমপত্রের গুরুত্ব কিন্তু কিছুতেই কমেনি। একান্তই যদি না-পারেন, তবে কিন্তু মেসেজ টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ বার্তা দিয়েও দেখতে পারেন। তবে, সেটা অনেকের কাছেই পুরোনো ধাঁচ লাগতে পারে। তাই বরং চলুন, অন্য কোনও পথ দেখা যাক।
কেনাকাটা করা
নারী থেকে পুরুষ, কেনাকাটা সবারই বেশ পছন্দের। সেই জন্যই তো বাজারে এত ভিড় হামেশাই লেগে থাকে। বিক্রেতারা যতই বলুন, হাঁ করে বসে আছেন। বিক্রিবাট্টা তেমন একটা নেই। বাজারে গেলে কিন্তু, কোনওদিনই ফাঁকা দেখতে পাবেন না। তাই সঙ্গীকে নিয়ে আপনিও বরং বেরিয়ে পড়ুন, কেনাকাটা করতে। তাতে পছন্দের মানুষকে পছন্দসই জিনিসও উপহার দেওয়া যাবে। আবার, প্রেম প্রস্তাবও।
উপহার দেওয়া
উপহার পছন্দ করেন না, এমন মানুষ বিরল। সেটা ভ্যালেন্টাইনস ডে হোক বা অন্য কোনও দিন। পছন্দের মানুষ বা প্রিয়জনের মত জিততে ভ্যালেন্টাইনস ডে-তে আপনার উপহার হয়ে উঠুক চিত্তাকর্ষক। সকলের চেয়ে আলাদা। আর, অবশ্যই ভালো লাগার মত, মনে রাখার মত।
ক্যান্ডেল লাইট ডিনার
সমাজের উচ্চস্তরে ক্যান্ডেল লাইট ডিনারের চল থাকলেও, মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের ক্ষেত্রে সেই চল প্রায় নেই বললেও চলে। তবে, ক্যান্ডেল লাইট ডিনারই যে শেষ কথা, তা তো নয়। বরং, পছন্দের মানুষটিকে নিয়ে কোনও হোটেলে যান। সেখানে আপনার বাজেটের মধ্যে ভালো কিছু পাওয়া যায় কি না, দেখে নিন। তার মধ্যেই দিতে পারেন প্রেম প্রস্তাব।
ঘুরতে যাওয়া
ঘুরতে যাওয়া মানেই যে সেটা দূরের কোথাও হবে। অথবা, লং ড্রাইভ- তেমনটা মনে করার কোনও কারণই নেই। বর্তমান সময়ে সব মানুষই নানাভাবে ব্যস্ত। যাঁরা লেখাপড়া করছে, তাঁদের ব্যস্ততাও কর্মজীবীদের তুলনায় কোনও অংশে কম নয়। এই পরিস্থিতিতে দূরে কোথাও না-গিয়ে ঘুরে আসুন কাছেই কোথাও। সঙ্গীকে নিয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করুন দেখার জায়গা। আর, তারই মধ্যে শেয়ার করে নিন মনের কথা।
আরও পড়ুন- ভ্যালেন্টাইন’স উইকে পড়ছে কোন দিনগুলো, কোনটা অ্যান্টি ভ্যালেন্টাইন’স উইকে, দেখে নিন
অন্য কোনও কায়দায়
হাতে সময় থাকলে শিখে নিন কীভাবে রান্না করতে হয়। ভালো রান্না হলে, সঙ্গীর মনজয় আপনার কাছে স্রেফ তুড়ি দেওয়ার মত কাজ। ভালো আর পছন্দসই পদ রান্না করে তাই প্রেমদিবসে চমকে দিন সঙ্গীকে। বুঝিয়ে দিন, কেন আপনি তাঁর কাছে স্পেশাল।