Advertisment

খুশকির সমস্যায় কী করবেন?

প্রেম হোক, বা বন্ধুত্ব, যে কোনও সম্পর্কের পক্ষে খুশকি হল খলনায়ক, তা হলফ করেই বলা যায়। জেনে নিন খুশকি দূর করার ৫টি উপায়।

author-image
IE Bangla Web Desk
New Update
dandruff, home remedies to dandruff, hair loss therapy, dandruff treatment, খুশকি, চুলের পরিচর্যা, কী ভাবে চুলের খুশকি দূর করবেন?

শোনা যায়, গ্ল্যামার জগত এবং ক্রীড়া জগতের দুই তারকা দম্পতির প্রেম হয়েছিল খুশকির বিজ্ঞাপনে আলাপ হয়ে। থুড়ি, খুশকি দূর করার শ্যাম্পুর বিজ্ঞাপন আর কী! দাম্পত্য জীবনে এখনো পর্যন্ত সুপার সফল সেই দুই তারকা ছাড়া গোটা দেশের কাছেই খুশকি হল খলনায়ক, তা হলফ করেই বলা যায়।

Advertisment

জেনে নিন খুশকি দূর করার ৫টি উপায়।

আরও পড়ুন, এই পাঁচটি উপায়ে ফিরিয়ে আনুন চুলের সিল্কি ভাব

১) পুরনো তেঁতুল জলে গুলে চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়।

২) টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেন্দি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি।

৩) একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন।

৪) মেথি চুলের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন। এরপর এতে মেথি গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন।

৫) মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর এটি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মেথি লাগান।

Advertisment