Advertisment

বর্ষাকালে জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব আর দুর্গন্ধ নিয়ে নাজেহাল? কী করবেন, জানুন

সারা বাড়িতেই কেমন একটা বোটকা গন্ধ! রোদ না পেয়ে রীতিমতো ছাতা পড়ে গিয়েছে আপনার ওয়াডরোবের সব সাধের পোশাকে। কী করবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
dampness of clothes, monsoon dampness, drying clothes in monsoon, smelly clothes, damp

বর্ষাকালের সব ভালো। রাত বিরেতে ঝম ঝম বৃষ্টি, যখন তখন শেষ মুহূর্তে অফিস মিস, খিচুড়ি-ডিম ভাজা, অসময়ে কফি-পকোড়া...তালিকাটা বাড়তেই থাকবে। কিন্তু সমস্যা একটাই। মাস জুড়ে শোবার ঘরে দড়ি টাঙ্গিয়ে সারি সারি জামাকাপড়। সেই কবে কেঁচে ছিলেন, অথচ শুকোনোর নাম নেই। সারা বাড়িতেই কেমন একটা বোটকা গন্ধ! রোদ না পেয়ে রীতিমতো ছাতা পড়ে গিয়েছে আপনার ওয়াডরোবের সব সাধের পোশাকে। কী ভাবে বাঁচবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে? জেনে নিন সহজ কিছু উপায়।

Advertisment

ঘরে যাতে হাওয়া খেলে, সে দিকে খেয়াল রাখুন

বর্ষায় কাপড় চোপড় ঘরে পাখার হাওয়ায়  শুকোলে সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন। যাতে কাপড় শুকোতে গিয়ে ঘরে দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে। ঘরে যাতে হাওয়া খেলে, সে দিকে খেয়াল রাখুন।

আরও পড়ুন, জুতো মোজা পরলেই পায়ে গন্ধ হচ্ছে? এখন উপায়?

ন্যাপথালিন ব্যবহার করুন

বর্ষার কাচা কাপড় আলমারিতে এক টানা অনেক দিন কাপড় রেখে দিলে তাতেও ছত্রাক পড়ে যায়। তাই মাঝে মাঝে আলমারির কাপড় নাড়া-চাড়া করবেন। পারলে কিছুক্ষণ খুলে রাখবেন আলমারির দরজা। আর আলমারিতে ন্যাপথালিন রাখতে ভুলবেন না।

বেডরুমে জামাকাপড় শুকোতে দেবেন না

শোয়ার ঘরে কোনওভাবেই জামা কাপড় মেলবেন না, শারীরিক সমস্যা হতে পারে। বর্ষার সময়ে কাপড়ে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ হলে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে দুর্গন্ধ দূর করতে পারলেও জামা কাপড়ে জীবাণু থেকেই যায়। যার ফলে  স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। জীবাণু ও ছত্রাকের হাত থেকে পোশাক-কে বাঁচানোর জন্য বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন।

জামাকাপড় রাখার আলমারি মাঝেমধ্যেই খুলে রাখুন

কাপড় ধোয়ার পর ডেটল জাতীয় জীবাণু নাশক তরলে কাপড় ধুয়ে তারপর শুকোতে দিন। বর্ষাকালে শুকোনো কাপড় আলমারিতে রাখলে তা অন্য পোশাককে নষ্ট করে দেয়। তাই মাঝে মধ্যেই কাপড় বাইরে রাখুন অথবা আলমারির দরজা কিছুক্ষণ খুলে রাখুন।

monsoon
Advertisment