Advertisment

BSNL internet speed: রকেট গতিতে ছুটবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকরা ফোনে শুধু করুন এই কাজটি

BSNL internet speed: বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম এক লপ্তে বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যার জেরে বিশেষ করে আম আদমি পড়েছেন নিদারুণ সমস্যায়। অনেকেই তাই সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দিকে ঝুঁকছেন। তবে সরকারি এই সংস্থার সংযোগ নেওয়ার ক্ষেত্রেও অনেকে ভাবছেন। তবে এখন আর কোনও চিন্তা নেই। নিজের মোবাইল ফোনের সেটিংসে গিয়ে শুধু করে নিন এই কাজটি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
how to raise internet speed in bsnl mobile phone connection, বিএসএনএল-এর ফোনে ইন্টারনেটের স্পিড বৃদ্ধি

BSNL-প্রতীকী ছবি।

BSNL: Jio, এয়ারটেল ও Vi-এর এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যানের দাম বেশ চড়া হারে বাড়িয়ে দিয়েছে। যার জেরে বিশেষ করে আম আদমি পড়েছেন প্রকট সমস্যায়। অনেকেই তাই সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দিকে ঝুঁকছেন। তবে সরকারি এই টেলিকম সংস্থাটির সংযোগ নেওয়ার ক্ষেত্রেও অনেকে পাঁচ বার ভাবছেন। কারণটা একটাই, BSNL-এর ইন্টারনেটের স্পিড এবং তার কলড্রপের সমস্যা। তবে এবার আর সেই চিন্তা নেই। মোবাইল ফোনে সহজ এই কাজটি করে নিন। দ্রুত করে ফেলুন ইন্টারনেটের স্পিডজনিত সমস্যার সমাধান।

Advertisment

BSNL-এর দুরন্ত পরিষেবা পেতে কী করবেন?

১: স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে ট্যাপ করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে। এরপর প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনে ক্লিক করুন। সেখানে চারটি অপশন পাবেন। সেখানে 5G/4G/3G/2G অপশনটি সিলেক্ট করে রাখুন।

২. মোবাইল ফোনের এক নম্বর স্লিম স্লটে BSNL-এর সিমকার্ড রাখুন। ফোনের সেটিংসে গিয়ে প্রাইমারি সিম হিসেবে BSNL-কে সিলেক্ট করুন।

আরও পড়ুন- BSNL Recharge Plans: দুরন্ত অফার BSNL-এর! নামমাত্র খরচে ৮৪ দিন আনলিমিটেড ভয়েসকল, ‘অফুরন্ত’ ইন্টারনেট

৩. BSNL-এর সংযোগ ব্যবহার করতে করতে হঠাৎ করে ইন্টারনেটের স্পিড যদি কম হয়, কিংবা কথা বলতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে একবার ফোনটি এরোপ্লেন মোডে করে দিন। কয়েক সেকেন্ড পর ফোনটি স্বাভাবিক অবস্থায় রাখুন। এর ফলে ইন্টারনেটজনিত সমস্যা বা অন্য সমস্যা কেটে যেতে পারে।

আরও পড়ুন- Harassment in office: অফিসে লাগাতার পেছনে লাগছে কেউ? ঝামেলা নয়, সহজ এই কাজেই পান মুক্তি

এভাবেই কয়েকটি সহজ উপায়ে BSNL-এর কানেকশন নিয়েও আপনি দেদার মজায় সেটি উপভোগ করতে পারেন।

BSNL 5G BSNL recharge plan bsnl plan bsnl
Advertisment