আরও প্রযুক্তিতে জল বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্যই বাড়তি জলের প্রয়োজন হয়। বিশুদ্ধিকরণের পর সেই জল নষ্টই হয়ে যায়। কী কী কাজে ব্যবহার করতে পারেন সেই জল?
বাগান করার জন্য ব্যবহার করুন
ওয়াটার পিউরিফায়ারের বাড়তি জল আপনার বাগানের গাছে দিতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন। এই জলে প্রচুর পরিমাণে টিডিএস থাকায় সরাসরি গাছে না দিয়ে কলের জলের সঙ্গে মিশিয়ে তারপর গাছে ঢালুন। টিডিএস মেশা জল মাটির উর্বরতা কমিয়ে দেয়।
আরও পড়ুন, দিনের এই এই সময়ে জল খান… ব্যাস, কেল্লা ফতে!
ঘর-বাড়ি উঠোন পরিষ্কার করার জন্য
ঘর বাড়ি নিয়মিত মোছার জন্য, বাড়ির স্নানঘর ধোয়ার জন্য এই জল ব্যবহার করতে পারেন। এ ছাড়া ছাদ, বাড়ির লাগোয়া উঠোনে এই জল দিতে পারেন। তবে এই জল দিয়ে স্নান করবেন না কখনওই।
বাসন মাজার কাজে
আরও যন্ত্র থেকে পিউরিফিকেশনের পর যে জল বেরোয়, তা একটি বড় গামলায় জমিয়ে রেখে বাসন ধোয়ার সময় ব্যবহার করতে পারেন।
নালা নর্দমা পরিষ্কারের কাজে
মাসে অন্তত একবার বাড়ির নালা, ড্রেইন পাইপ পরিষ্কারের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। আরও যন্ত্রের বাড়তি জল দিয়ে এই কাজও করতে পারেন। এই জলে স্যালাইন (লবণ) বেশি থাকায় ভালো পরিষ্কার হয়।
আরও পড়ুন, বাড়িতেই অফিস, সামলাবেন কীভাবে?
বাড়িতে পোষ্য থাকলে তার গা ধোয়ার জন্য ব্যবহার করুন
বাড়িতে পোষা কুকুর অথবা বেড়াল থাকলে এই জল দিয়ে গা ধুইয়ে দেবেন, তবে সরাসরি এই জল না ঢেলে কলের জলের সঙ্গে মিশিয়ে গায়ে ঢালুন।
প্লস্টিক এবং লোহার তৈরি সবকিছু পরিষ্কার করতে পারেন
প্লাস্টিকের তৈরি সবকিছু ধোয়ার জন্যই এই জল ব্যবহার করতে পারেন। লোহার জিনিস ধুতে হলে কলের জলের সঙ্গে ধুয়ে নিন।