Hair Care: দোকান থেকে দামি কন্ডিশনার কেনা ছাড়ুন! দই দিয়েই চুল করুন পরিপাটি

Hair Care: চুলে শ্যাম্পু করলে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন। তবে এজন্য আর আপনাকে দোকানে ছুটতে হবে না। ঘরের জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন ভেষজ কন্ডিশনার।

Hair Care: চুলে শ্যাম্পু করলে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন। তবে এজন্য আর আপনাকে দোকানে ছুটতে হবে না। ঘরের জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন ভেষজ কন্ডিশনার।

author-image
IE Bangla Web Desk
New Update
Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

Yogurt for Hair Care: চুলের কন্ডিশনিংয়ের জন্য দামি কোনও জিনিস ব্যবহার করার দরকার নেই। বরং, খাবার পাতের দইকেই চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে। দই দিয়ে যে রূপচর্চা হয়, তা আজ আর কারও অজানা নয়। ত্বকের যত্নে দইয়ের ব্যবহার বহুল প্রচলিত। কিন্তু, সেই দইকে যে চুলের সৌন্দর্য বাড়াতেও কাজে লাগানো যেতে পারে, সেটা বোধহয় অনেকেরই অজানা। 

Advertisment

দইয়ের সঙ্গে ফলও কাজে লাগান

শুধু দই নয়, চুলের যত্নে আপনি ফলও ব্যবহার করতে পারেন। একথা বলা হচ্ছে কারণ, দই এবং ফল স্বাভাবিক হিউমেক্ট্যান্ট। যা চুলকে চকচকে করে তোলে। পাশাপাশি, চুল মসৃণ করতেও দই এবং ফল কাজে লাগে। আর, সেই কারণেই বলা হচ্ছে যে আপনার চুলের যত্নের জন্য কোনও রাসায়নিকের দরকার নেই। ঘরোয়া জিনিস দিয়েই আপনি চুলের পরিপাটি করতে পারবেন বা যত্ন নিতে পারবেন। 

Advertisment

Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

আরও পড়ুন- ১৮৮ বছর পর কিং কোবরার রহস্যভেদ! এক নয়, চার চারটি ভয়ংকর প্রজাতি চিহ্নিত করলেন বিজ্ঞানীরা

এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে আপনি কোন ফল চুলের যত্নে ব্যবহার করবেন? বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এক্ষেত্রে পাকা কলাই উপযুক্ত। একটি পাকা কলার খোসা ছাড়িয়ে নিন। দুই টেবিল চামচ কলা একটি পাত্রে রাখুন। তাতে দুই টেবিল চামচ দই মেশান।

Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

আরও পড়ুন- কারিপাতা নয়, এর সঙ্গে এই একচামচ তেল মিশিয়ে লাগান, খুশকি-রুক্ষতা উধাও হবে!

পুরোটা ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণটি চুলে ভালো করে লাগান। মিনিট ১৫ চুলকে ওই অবস্থায় রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। 

Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

আরও পড়ুন- রাসায়নিক নয়, চুলে রং আনতে মেহেন্দি-চায়ের গুঁড়োই যথেষ্ট, সাদা চুল ঢাকবে সহজেই!

এই কায়দাটা সপ্তাহে অন্তত একবার কাজে লাগান। তাতে দেখবেন চুল অনেক বেশি মসৃণ হবে। পাশাপাশি চুলে একটা সিল্কি ভাবও আসবে। তবে, মিশ্রণটি মাথায় ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে কিন্তু ভুলবেন না। দেখে নেবেন, এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার শরীরে কোনও অ্যালার্জির চিহ্ন ফুটে উঠছে কি না!

Using Yogurt: দইয়ের দৌলতেই চুল করুন সিল্কি।

আরও পড়ুন- পাকা চুল কালো হবে ঘরোয়া কায়দায়! নারকেলের খোসা দিয়ে বানান চুলের ভেষজ রং

এজন্য প্রথমে শরীরের অন্য কোনও অংশে অল্প জায়গায় মিশ্রণটি ব্যবহার করে নিন। যদি অ্যালার্জির সমস্যা তৈরি না হয়, তবেই মাথায় ভালো করে মিশ্রণটি কাজে লাগান। আপনি ব্যবহারের পর কেমন ফল পেলেন, নীচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 

Hair Care yogurt