/indian-express-bangla/media/media_files/2025/05/29/RkFBocdQh8pD3uA5joLe.jpg)
Haircare Lifestyle: পাকা চুল কালো করুন! (প্রতীকী ছবি)
Grey and white hair remedy: অকালপক্বতা রোধে কাজে লাগান ঘরোয়া উপায়। রং করা ছাড়াই পাকা চুল ঢাকুন পেঁয়াজ আর নারকেল তেলের ম্যাজিক মিশ্রণে। আজকাল অল্প বয়সেই চুল পেকে যাওয়া এক সাধারণ সমস্যা। হরমোনের পরিবর্তন, দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্ট্রেস এবং অপুষ্টির কারণে অনেকেরই অল্প বয়সেই চুলে সাদা ভাব দেখা যায়।
অধিকাংশ মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজার চলতি কেমিক্যালযুক্ত হেয়ার কালার ব্যবহার করেন, কিন্তু এতে সমস্যা আরও বেড়ে যায়। চুল হয় রুক্ষ, ভঙ্গুর এবং আরও দ্রুত সাদা হয়। এই অবস্থায় একটি সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান হতে পারে পেঁয়াজ, নারকেল তেল, ঘি আর মেহেন্দি গুঁড়ো দিয়ে তৈরি ঘরোয়া হেয়ার মাস্ক। এটির ব্যবহারে ধূসর চুলে স্বাভাবিক রঙ ফিরে আসতে পারে এবং চুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে।
আরও পড়ুন- কারি পাতা এবং জিরা দিয়ে তৈরি এই ঘরোয়া হেয়ার মাস্ক, পাবেন লম্বা আর চকচকে চুল!
উপকরণ
উপকরণ:
১টি মাঝারি পেঁয়াজ (খোসা ছাড়ানো)
১ চামচ নারকেল তেল
১/২ চামচ ঘি
২ চামচ মেহেদি গুঁড়ো
১ কাপ জল
আরও পড়ুন- ২০২৫ সালে কলকাতার বিলাসবহুল আবাসনগুলো, নতুন বিনিয়োগের সুযোগ ও আধুনিক শহুরে লাইফস্টাইলের দিশা
তৈরির পদ্ধতি:
১. একটি পাত্রে জল নিয়ে তাতে খোসা ছাড়ানো পেঁয়াজ দিন এবং ফুটিয়ে নিন।
২. ফুটে গেলে ঠান্ডা হতে দিন এবং ছেঁকে নিন।
৩. ছাঁকা জলে মেহেন্দি গুঁড়ো মিশিয়ে নিন।
৪. এরপর যোগ করুন নারকেল তেল আর ঘি।
৫. পুরো মিশ্রণটি ভালোভাবে নেড়ে ঢেকে রাখুন ৩০ মিনিট।
আরও পড়ুন- কারি পাতা এবং জিরা দিয়ে তৈরি এই ঘরোয়া হেয়ার মাস্ক, পাবেন লম্বা আর চকচকে চুল!
ব্যবহার বিধি: পাকা চুল কালো করার ঘরোয়া উপায়
পরিষ্কার, তৈলাক্তভাব মুক্ত চুলে এই মিশ্রণটি লাগাতে হবে।
চুলকে ছোট ছোট ভাগে ভাগ করে মাথার ত্বক থেকে আগা পর্যন্ত মিশ্রণটি লাগান।
২০–২৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
এটি সপ্তাহে ১ বার ব্যবহার করলে ভালো ফল মিলবে।
আরও পড়ুন- বর্ষায় সুস্থ থাকতে চাইলে মেনে চলুন এই ৭টি নিয়ম, ঘরোয়া উপায়েই মিলবে উপকার
উপকারিতা: পেঁয়াজ ও নারকেল তেলের উপকারিতা
পেঁয়াজে থাকা সালফার চুলের পিগমেন্টেশন উন্নত করে, নতুন চুল গজাতে সাহায্য করে।
নারকেল তেল ও ঘি-তে থাকা ফ্যাটি অ্যাসিড চুলে আর্দ্রতা ধরে রাখে আর ন্যাচারাল গ্লো দেয়।
মেহেন্দি গুঁড়ো চুলে হালকা প্রাকৃতিক রং এনে দেয় এবং মাথা ঠান্ডা রাখে।
এই ঘরোয়া সমাধানটি বিশেষভাবে উপকারী। বিশেষ করে যাঁরা রাসায়নিক পণ্যের বিকল্প খুঁজছেন, তাঁদের জন্য তো বটেই। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে আপনিও দেখতে পাবেন পাকা চুল কমে যাচ্ছে এবং চুলের স্বাস্থ্যও ফিরে আসছে।