Advertisment

Saraswati Puja: সরস্বতী পুজোয় যুগ যুগ ধরে হলুদ পোশাকের চল, কেন জানেন?

Saraswati Puja 2024: বিদ্যার দেবী সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। কেন?

author-image
IE Bangla Web Desk
New Update
importance of yellow dress in bengali saraswati puja , সরস্বতী পুজোয় কেন হলুদ রঙের পোশাক পরা হয়?

Basant Panchami: বাঙালির ভালোবাসার দিনে কেন হলুদ পোশাক পরার চল?

Yellow Dress In Saraswati Puja: বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর পুজো মানেই বাঙালিদের কাছে ভালোবাসার দিন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। তবে সারা দেশেও এই দিনটি নানা ভাবে পালিত হয়। সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলে বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে নানা জায়গায়। বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। কেন হলুদ রঙের পোশাক পরা হয় এ দিনে?

Advertisment

হলুদ রঙের গুরুত্ব-

- ধর্মীয় বিশ্বাস অনুসারে, হলুদ সূর্যের রঙ এবং সূর্যের রশ্মি যেমন অন্ধকারকে ধ্বংস করে, তেমনি মানুষের অন্তরের অশুভ অনুভূতিকে ধ্বংস করে।

- হাল্কা হলুদ রং মানুষকে বুদ্ধির বিকাশ করে, গাঢ় হলুদ মানুষকে মনোবল দেয় ও প্রতিটি কাজে সাফল্যের দিকে নিয়ে যায়।

- হলুদ হল জ্ঞান এবং প্রজ্ঞার মহান রঙ, এটি সুখ, শান্তি, অধ্যয়ন, একাগ্রতা এবং মানসিক বৌদ্ধিক অগ্রগতির প্রতিনিধিত্ব করে।

- হলুদ রঙ উত্তেজিত করে, জ্ঞানের প্রতি ঝোঁক তৈরি করে। সেই সঙ্গে মনের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয়। তাই বসন্ত পঞ্চমীতে হলুদ রং পরা হয়।

– ভগবান শ্রী বিষ্ণুর পোশাকও হলুদ, তাঁর হলুদ পোশাক তাঁর অসীম জ্ঞানের প্রতীক।

– ভগবান শ্রী গণেশের ধুতিও হলুদ রঙের। ভগবান গণপতি, যিনি সমস্ত শুভ কাজে হলুদ ধুতি পরেন, তিনি বাধা দূরকারী।

আরও পড়ুন- Saraswati Puja: সরস্বতী পুজোয় অনেক বাড়িতেই হয় জোড়া ইলিশ বরণ-বিয়ে! কেন এই রীতি?

তাৎপর্য-

বসন্ত ঋতু বহু মানুষেরই অত্যন্ত প্রিয়। এই ঋতুতে ফুলের মাধ্যমেই যেন বসন্ত আসে। এই ঋতুতেই ক্ষেতে সরষের ফুল যেন সোনার মতো ঝলমল করে, বার্লি ও গমের শীষ ফুটতে শুরু করে, আম গাছে মুকুল আসে, রঙিন প্রজাপতির চলাচলের মাধ্যমেই যেন বসন্তের আগমন ঘটে। শীতের বিদায়বেলায় ও বসন্তের আগমনের সময়কাল থেকেই গোটা প্রকৃতিই যেন সেজে ওঠে। বসন্ত ঋতুকে স্বাগত জানাতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একটি বড় উৎসব পালিত হয়, যাকে বলা হয় বসন্ত পঞ্চমী। পুরাণ মতে, এই দিনে ভগবান বিষ্ণু ও কামদেবেরও পুজো করা হয়। শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে ঋষি পঞ্চমী বলে উল্লেখ করা হয়েছে, তারপর পুরাণ-শাস্ত্র এবং অনেক কাব্যগ্রন্থে একে বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে।

আরও পড়ুন-

আরও পড়ুন- Saraswati Puja: সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি বহু যুগের, কেন?

আরও পড়ুন- Saraswati Puja 2024: বিদ্যার দেবী সরস্বতীর জন্ম কীভাবে? পুরাণ মতে রয়েছে একাধিক কাহিনি

আরও পড়ুন- Saraswati Puja: বাজারে দেদার বিকোচ্ছে, কিন্তু কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই?

bengali culture West Bengal Saraswati Puja
Advertisment