Advertisment

Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…

Indian Railway: দূরপাল্লার ট্রেনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই একটু উদ্বেগে থাকেন। কারণ, ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়লে গন্তব্য স্টেশন পেরিয়ে গেলেও যদি সেই ঘুম না ভাঙে! এই কারণে অনেকে ঘুমোতেও ভয় পান। তবে এবার আর সেই চিন্তা নেই। কেন? তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
indian railway will wake you while sleeping in train dial 139

Indian Railway: ট্রেনে ঘুমিয়ে পড়লেও আর চিন্তা নেই।

Indian Railway: দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেকেরই ঘুম নিয়ে একটা বিরাট চিন্তা থাকে। গন্তব্য স্টেশন পেরিয়ে গেলেও যদি ঘুম না ভাঙে, তাহলে তো বিপদের শেষ থাকবে না! তবে এবার আর সেই চিন্তা নেই। শুধু এই সহজ কাজটি করুন, তাহলেই আপনার গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই ঘুম ভাঙাবে অন্য কেউ!

Advertisment

দূরপাল্লার ট্রেনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই একটু উদ্বেগে থাকেন। কারণ, ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়লে গন্তব্য স্টেশন পেরিয়ে গেলেও যদি সেই ঘুম না ভাঙে! এই কারণে অনেকে ঘুমোতেও ভয় পান। তবে এবার আর সেই চিন্তা নেই। এবার থেকে ভারতীয় রেলই ট্রেনে আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নেবে। সে ক্ষেত্রে আপনাকে করতে হবে শুধু এই সহজ কাজটি।

কী করতে হবে?

দূরপাল্লার ট্রেনে ওঠার আগে ১৩৯ নম্বরে একটি মেসেজ পাঠান। যে ট্রেনে যাচ্ছেন তার PNR নম্বর লিখতে হবে এবং কোন স্টেশনে নামবেন সেটা উল্লেখ করতে হবে। সহজ এই কাজটি করলেই রেলের তরফে আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর মিনিট ২০ আগে সজাগ করে দেওয়া হবে। আপনার ফোনেই এলার্ম বাঁচতে শুরু করবে। গন্তব্যে পৌঁছানোর আগেই রীতিমতো তৈরি হয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনি। ঘুমিয়ে পড়ার কারণে আপনার গন্তব্য স্টেশন পেরিয়ে যাবে না।

আরও পড়ুন- Air Conditioner: দেদার AC চললেও বিদ্যুতের বিল আসবে ফ্যান চলার মতোই! শুধু করুন এই কাজটি

শুধু এটাই নয়! ট্রেনে যদি অন্য কোনও সমস্যাতেও পড়েন, তবে সাহায্যে এগিয়ে আসবে রেল। 'রেল মদত' ওয়েবসাইটে গিয়ে সরাসরি অভিযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সাহায্য চাইতে পারেন।

আরও পড়ুন- Cheapest AC: মাত্র ১৩ হাজার টাকায় AC? সব ছেড়ে আগে পড়ুন এই বাম্পার খবর!

indian railway Rail Ministry Passenger
Advertisment