/indian-express-bangla/media/media_files/2025/06/27/jagannath-puri-2025-06-27-07-41-05.jpg)
Rath Yatra 2025: স্নানযাত্রার সময় জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা। (ছবি- এএনআই)
Jagannath Rath Yatra 2025: রথযাত্রা মানেই ভক্তির উন্মাদনা, বিশ্বাসের প্রকাশ, আর এক আধ্যাত্মিক ঐতিহ্যের অংশগ্রহণ। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরীধাম এই রথযাত্রা উপলক্ষে হয়ে ওঠে রথের শহর। ২০২৫ সালের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ২৭ জুন, শুক্রবার।
রথযাত্রার তাৎপর্য
এই বিশেষ তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী প্রতি বছর নীলাচল থেকে তাঁদের মাসির বাড়ি—গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। দেবতাদের এই রথে ওঠা অর্থাৎ সফর আমাদের আত্মার ভ্রমণের প্রতীকের সঙ্গে যেন মিলে যায়।
আরও পড়ুন- রথে চেপে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, কে এই মাসি? জানুন তাঁর মাহাত্ম্য
রথযাত্রার গুরুত্বপূর্ণ সময়সূচি (২০২৫)
রথযাত্রা শুরু: ২৭ জুন, শুক্রবার, দুপুর ১টা ২০-র মধ্যে শুরু
উল্টো রথ: ৫ জুলাই, শনিবার, সন্ধ্যা ৬টা ৪৩-এর মধ্যে শুরু
রথযাত্রায় অংশ নেওয়ার ক্ষেত্রে পালনযোগ্য নিয়ম
স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হয়
মন্ত্র উচ্চারণ করে রথের রশি বা দড়িতে হাত দিয়ে টানতে হয়
রথ টানার সময় খালি পায়ে থাকা শ্রেয়
মোবাইল বা গান বাজিয়ে ভিডিও করার প্রবণতা থেকে বিরত থাকার আবেদন করেন অনেকেই
আরও পড়ুন- রথযাত্রায় প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা, মন ভরে উঠবে ভক্তিতে
মানত ও পূজার নিয়ম
অনেকেই জগন্নাথদেবের কাছে মানত করেন— সন্তান লাভ, চাকরি, রোগ মুক্তি কিংবা সংসারে শান্তির জন্য। রথ টানার পাশাপাশি নিচের নিয়মগুলি মানলে পূর্ণ ফল পাওয়া যায়:
ধূপ ও তুলসী পাতা দিয়ে পুজো করুন
তিন দেব-দেবীকে নারিকেল ও কলা নিবেদন করুন
'জয় জগন্নাথ' বলে ১০৮ বার ধ্বনি দিন
ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন
আরও পড়ুন- আহমেদাবাদে রথযাত্রায় জগন্নাথদেবকে প্রথমবার গার্ড অফ অনার, পুরীতে লোকারণ্য, মহাধূমধাম
ঘরে বসেই রথযাত্রার পূণ্যলাভ
যাঁরা পুরী যেতে পারেননি, তাঁরা অনলাইনে পুরীর লাইভ রথযাত্রা দেখেও ভক্তি নিবেদন করতে পারছেন। অনেকে বাড়িতেই ছোট রথ কিনে রথযাত্রা পালন করছেন। শিশুদের রথ কিনে দিচ্ছেন। ছোট আকারের সেই রথ টেনেই শিশুরা পালন করছে রথযাত্রা।
অনলাইনে রথযাত্রার সম্প্রচার
পূজার লাইভ সম্প্রচারিত হচ্ছে—
YouTube (DD Odia, Jagannath TV)
Jagannath.nic.in ওয়েবসাইট
Doordarshan LIVE apps
রথযাত্রা শুধু ভক্তির নয়, এই সময়টায় মানসিক ও আত্মিক শুদ্ধিরও সুযোগ মেলে। যাঁরা জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছেন, তাঁদের জন্য এটি এক আদর্শ সময়। বহু ভক্তেরই দাবি, রথযাত্রায় জীবনের বিভিন্ন ক্ষেত্রের সূচনা করে তাঁরা সাফল্য পেয়েছেন।