Advertisment

Janmashtami 2024: সামনেই জন্মাষ্টমী! শ্রীকৃষ্ণের ভক্তরা এখবর আগে পড়ুন! অপার ভক্তি-অসীম শ্রদ্ধায় অভূতপূর্ব আয়োজন!

Janmashtami 2024: জন্মাষ্টমী আসন্ন। তার আগে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় উৎসব পালনের তোড়জোড় তুঙ্গে। ভারতে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণেরএ ই পুণ্য জন্মলগ্ন নানাভাবে পালন করে থাকেন তাঁর ভক্তরা। আমাদের দেশে এই বিশেষ দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী, গোকুলাষ্টমী, কৃষ্ণ অষ্টমী এবং শ্রীজয়ন্তী নামে পরিচিত। দেশের নানা প্রান্তে তো বটেই, এমনকী বিদেশেও কৃষ্ণ ভক্তরা এই বিশেষ দিনটি অগাধ শ্রদ্ধা ও অপার ভক্তির সঙ্গে পালন করে থাকেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Janmashtami 2024, mathura krishna janmasthan temple ready to celebrate the occasion, জন্মাষ্টমী ২০২৪, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ, মথুরা

Janmashtami 2024: জন্মাষ্টমীর আগেই মথুরায় উৎসবের আমেজ।

Janmashtami 2024: শুভ জন্মাষ্টমী ২০২৪। জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত শুভ এবং বিশেষ বলে মনে করা হয়। এই উৎসবটি প্রতি বছর ভগবান কৃষ্ণের ভক্তরা পূর্ণ ভক্তির সঙ্গে পালন করেন। আমাদের দেশে এই বিশেষ দিনটি এটি কৃষ্ণ জন্মাষ্টমী, গোকুলাষ্টমী, কৃষ্ণ অষ্টমী এবং শ্রীজয়ন্তী নামে পরিচিত।

Advertisment

বিশেষ এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা উপবাস করেন। ভগবান কৃষ্ণ ও রাধার আশীর্বাদ চান তাঁরা। এই বছর, ভগবান কৃষ্ণের ৫২৫১তম জন্মবার্ষিকী। আগামী ২৬ অগাস্ট এবারের জন্মাষ্টমী উদজাপন হবে মহা সমারোহে। ইতিমধ্যেই মথুরায় জন্মাষ্টমী উৎসব পালনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় হওয়া হোলি-উৎসবও এখানকার জন্মাষ্টমীর মতোই বিখ্যাত। যা নিয়ে দেশ-বিদেশে আলোচনা ছড়িয়ে পড়েছে। এবার মথুরায় ভগবান কৃষ্ণের ৫২৫১তম জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে। এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শ্রী কৃষ্ণ জন্মস্থানের সচিব শ্রী কপিল শর্মা বলেন, "এবার ঠাকুরজি পদ্ম কান্তি পুষ্প বাংলো পরিদর্শন করবেন। একই সঙ্গে ঠাকুরজির আগমন হবে রূপালী পদ্ম ফুলে, যাতে ভক্তরা তাঁর সুন্দর রূপ দেখতে পারেন।" জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২৫ আগস্ট মথুরায় ৫২৫১টি প্রদীপ জ্বালানো হবে। শ্রী কৃষ্ণের জীবনের প্রধান মুহূর্তগুলি প্রাণবন্তভাবে দেখানো হবে।

আরও পড়ুন- Oil Free Chicken: একফোঁটা তেলও লাগবে না, সহজেই রেডি দারুণ স্বাদের মুরগির মাংস, কীভাবে? জানুন ঝটপট

আরও পড়ুন- Travel: ভুলেই যাবেন পুরী-দিঘা! ঘুরে আসুন কলকাতার কাছেই এই অপরূপ সমুদ্র পাড় থেকে

একই সঙ্গে, ভক্তদের বিশেষ যত্ন রেখে, তাদের জন্মস্থান পরিদর্শনের জন্য অবিচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়া হবে। ভক্তরা সকাল ভোর সাড়ে ৫ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রার্থনা করতে পারবেন। অনুষ্ঠানে মহামান্য শ্রী নিত্য গোপাল দাস মহারাজও উপস্থিত থাকবেন। মন্দির প্রশাসন এবার মথুরায় জন্মাষ্টমী উপলক্ষে একটি বিশেষ পরামর্শবার্তা দিয়েছে। এবার জন্মাষ্টমীতে যদি মথুরায় যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন এই পরামর্শগুলি -

আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! নিমেষে জানুন বাম্পার রেসিপি

১. বাইরে থেকে আসা ভক্তদের মূল্যবান জিনিসপত্র না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও কম লাগেজ নিয়ে মথুরায় আসার আহ্বান জানানো হচ্ছে।

২. ভিড়ের মধ্যে চোর এবং পকেটমারদের সনাক্ত করা কঠিন হওয়ায় তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, গহনা এবং মূল্যবান জিনিসপত্র না আনতে বলা হয়েছে।

৩. ভিড়ের কারণে, বয়স্ক, প্রতিবন্ধী, ছোট শিশু বা শ্বাসযন্ত্রের সমস্যা থাকা রোগীদের মন্দিরে না আসার জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- Day and Colors: সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক শুভ? ঝটপট জেনে মানতে পারেন আজ থেকেই!

Janmashtami 2024 mathura Krishna Janmashtami lifestyle
Advertisment