Diwali Kali Puja 2024 Amavasya Date and Time: দুর্গাপূজার পর হিন্দু বাঙালির সবচেয়ে বড় উৎসব হল কালীপুজো। যা শ্যামা পুজো, দীপান্বিতা পুজো বা মহানিশা পুজো নামেও পরিচিত। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পুজো আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম, ত্রিপুরা এবং বাংলাদেশেও সাড়ম্বরে কালীপুজো পালিত হয়। দেশের বাঙালি বসতি এলাকা এবং বিদেশের বাঙালি বসতি এলাকাতেও প্রতিবছর পালিত হয় কালীপুজো। রাতে বা নিশিকালে এই পুজো হয়।
অমাবস্যা তিথি
এবছর কালীপুজো ৩১ অক্টোবর। দুপুর ৩ টে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিট থেকে পরদিন, ১ নভেম্বর দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন- বাল্মীকি জয়ন্তী কবে! রামায়ণ রচয়িতার জন্মদিনে কি স্কুল বন্ধ থাকবে?
পাঁচ দিনের দীপাবলি উৎসব
দেশজুড়ে দীপাবলি চলে পাঁচ দিন ধরে। এই উৎসবের শুরু হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, ধনতেরস বা ধনদা ত্রয়োদশী দিয়ে। এই তিথিতে সোনা-রুপোর গয়না, বাসন, ঝাড়ু- এই সব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসের পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। ওই দিন ভূতচতুর্দশী। ওই দিন ১৪ শাক খাওয়া রীতি এবং ১৪ প্রদীপ জ্বালাতে হয়। তার পরের দিন, কার্তিক অমাবস্যায় বাঙালিরা করেন দেবী কালীর আরাধনা। অনেকে ওই দিন অলক্ষ্মী বিতাড়ন পুজোরও আয়োজন করেন। অবাঙালিরা আবার করে থাকেন লক্ষ্মী ও গণেশের আরাধানা। উৎসবের চতুর্থ দিন পালিত হয় গোবর্ধন পুজো। কথিত আছে, ওই তিথিতেই গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলে গোকুলবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। উৎসবের পঞ্চম দিনে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে শেষ হয় পাঁচ দিনের এই উত্সব।
ধনতেরস থেকে ভাইফোঁটা, তারিখ দেখে নিন একনজরে
উৎসব | দিন | তারিখ |
ধনতেরস | মঙ্গলবার | ২৯ অক্টোবর, ২০২৪ |
ভূতচতুর্দশী | বুধবার | ৩০ অক্টোবর, ২০২৪ |
কালীপুজো | বৃহস্পতিবার | ৩১ অক্টোবর, ২০২৪ |
দীপাবলি | শুক্রবার | ১ নভেম্বর, ২০২৪ |
গোবর্ধন পুজো | শনিবার | ২ নভেম্বর, ২০২৪ |
ভাইফোঁটা | রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ |
পুজোর রীতি
কালীপুজো উপলক্ষে ভক্তরা দিনভর উপবাসের পরে দেবী কালীর পুজো দেন। দেবী কালীর পুজোয় নানারকম রীতি প্রচলিত রয়েছে। এই পুজোয় দীর্ঘক্ষণ ধরে চলে পূজার্চনা। এখনও পর্যন্ত কালীপুজোয় বিভিন্ন জায়গায় বলিদানের রীতি প্রচলিত রয়েছে। মন্দিরের পাশাপাশি অনেক ভক্ত বাড়িতেও কালীপুজোর আয়োজন করেন। দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজোও করে থাকেন অনেকেই।