Valmiki Jayanti 2024 Date: হিন্দু সংস্কৃতিতে মহর্ষি বাল্মীকির বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দুদের প্রথম মহাকাব্য রামায়ণ। সেই রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি। তাঁর নামেই পালন করা হয় বাল্মীকি জয়ন্তী। প্রতিবছর দেশের নানা প্রান্তে সাড়ম্বরে বাল্মীকি জয়ন্তী পালিত হয়। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সংস্কৃতি পালনে বিশেষ জোর দিয়েছে। তার মধ্যেই বাল্মীকি জয়ন্তী অন্যতম।
মহর্ষি বাল্মীকি
হিন্দু পুরাণে চারটি যুগ রয়েছে। তার মধ্যে একটি হল ত্রেতা যুগ। ওই যুগেই জন্মেছিলেন মহর্ষি বাল্মীকি। তাঁর বাবার নাম ছিল সুমলী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিনের পূর্ণিমা (পূর্ণিমা) তিথিতে বাল্মীকির জন্মজয়ন্তী পালিত হয়। তাঁর পিতৃদত্ত নাম ছিল রত্নাকর। তিনি সেই নামে দস্যুবৃত্তি করতেন। পরে, দেবর্ষি নারদের থেকে দীক্ষা নিয়ে রাম নাম জপ করে রত্নাকর সিদ্ধিলাভ করেন। অ্যান্থিল (সংস্কৃতে বাল্মিকা)-এ রত্নাকর দীর্ঘসময় ধ্যান করেছিলেন। সেখান থেকেই 'বাল্মীকি' নামের উৎপত্তি হয়েছে। রামের জন্মের আগেই মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন।
বাল্মীকি মন্দির
মহর্ষি বাল্মীকির সবচেয়ে বড় উৎসব হয় চেন্নাইয়ের তিরুবনমিউর মন্দিরে। এটি ১,৩০০ বছরের পুরোনো মন্দির। কথিত আছে, রামায়ণ রচনার পর ঋষি বাল্মীকি ওই জায়গাতেই বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তীকালে তাঁর নামে ওই জায়গায় বিরাট মন্দির তৈরি হয়। প্রতিবছর মার্চ মাসে এই মন্দিরে ব্রহ্ম উৎসব পালিত হয়। পূর্ণিমার আলোয় প্রতিমাসে এখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মহর্ষি বাল্মীকি মন্দিরের তত্ত্বাবধান করে থাকে মারুণ্ডিশ্বর মন্দির। চোল রাজবংশের সার্বভৌমত্বের সময় এই মারুন্ডিশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল।
আরও পড়ুন- ১৬ না ১৭ অক্টোবর, এবার কবে কোজাগরী লক্ষ্মীপুজো? পঞ্জিকা মতে শুভ মুহূর্ত কখন?
বাল্মীকি জয়ন্তী
এবছর ১৭ অক্টোবর, বৃহস্পতিবার বাল্মীকি জয়ন্তী পালিত হবে। এই দিনটিকে পরগত দিবস হিসেবেও পালন করা হয়। চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক-সহ ভারতের আরও কয়েকটি রাজ্যেও দিনটি পালিত হয়। বিভিন্ন সভা, সমাবেশ এবং শোভাযাত্রার মাধ্যমে পালন করা হয় দিনটি। বাল্মীকি জয়ন্তী কোনও সরকারি ছুটির দিন নয়।