Advertisment

Ceiling Fan: ফ্যানের স্পিড কমালেই কমে ইলেকট্রিক বিল? বিদ্যুতের খরচ কমানোর বাম্পার ফর্মূলা জানুন

Ceiling Fan: সিলিং ফ্যান নিয়ে এই তথ্য বেশ গুরুত্বপূর্ণ। ফ্যানের গতি কমানোর মধ্য দিয়ে বাড়ির বিদ্যুতের বিল কমানো যেতে পারে বলে ধারণা রয়েছে অনেকেরই। ফ্যানের রেগুলেটরের নম্বর কমিয়ে আনলে বিদ্যুতের বিল কমে যেতে পারে বলেও মনে করেন অনেকে। বিদ্যুতের বিল কম করার দারুণ একটি ফর্মূলা সম্পর্কে জানতে পারবেন বিশেষ এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tips to increase ceiling fan speed

Ceiling Fan: সিলিং ফ্যানের স্পিড বাড়ানোর দুরন্ত কৌশল জানুন।

Ceiling Fan: সিলিং ফ্যানের গতি কমালেই বিদ্যুতের বিল (Electric Bill) কমানো যেতে পারে বলে ধারণা অনেকেরই রয়েছে। অনেকে মনে করেন ফ্যানের রেগুলেটরের (Regulator) নম্বরগুলির কম-বেশিতেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে। ফ্যানের স্পিড সর্বোচ্চ নম্বর থেকে কমিয়ে ৪ কিংবা ৩ নম্বরে আনলে ইলেকট্রিকের বিল কমতে পারে এমন একটা ধারণা রয়েছে। সেই ধারণার বাস্তবতা নিয়েই রইল এই বিশেষ প্রতিবেদন।

Advertisment

গরমের হাত থেকে রেহাই পেতে সিলিং ফ্যানের (Ceiling Fan) বিকল্প নেই। শীতের কয়েকমাস দিলে ফ্যান বছরভর চলে বাড়িতে। এই ফ্যানের স্পিড কম-বেশি করা যায়। রেগুলেটরের মাধ্যমেই এটির গতি নিয়ন্ত্রণ করতে হয়। ফ্যানের রেগুলেটরের মাধ্যমে স্পিড কমালেই কি ইলেকট্রিক কম পোড়ে?

আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর হল 'না'। ফ্যানের স্পিড কমানোর সঙ্গে বিদ্যুতের বিল কম হওয়ার কোনও সম্পর্ক নেই। ফ্যানের রেগুলেটর ভোল্টেজ কমানোর মধ্য দিয়ে ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করে মাত্র। তবে ফ্যানের স্পিড কমানোর মধ্য দিয়ে কোনওভাবেই বিদ্যুতের খরচ বাঁচানো যাবে না। সুতরাং, আপনার ফ্যান ৭-এ চললেও যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, আবার ২-৩ নম্বরে চালালেও ওই একই পরিমাণ বিদ্যুৎ খরচ হবে।

আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার নাকি নন-ইনভার্টার? কোন AC টেকেও বেশি আর বিদ্যুতের খরচও বাঁচায়?

তবে ফ্যানের ক্ষেত্রে ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Voltage Regulator) ব্যবহার করতে পারেন। এই ধরনের রেগুলেটরগুলি বিদ্যুতের খরচ বাঁচায়। তবে সাধারণ অন্য রেগুলেটরের চেয়ে এর দাম একটু বেশি। খোলা বাজারে প্রায় অধিকাংশ ইলেকট্রনিক্সের দোকানেই ইলেকট্রনিক রেগুলেটর পেয়ে যাবেন। তাই নিতান্তই বাড়ির বিদ্যুতের বিল কমাতে হলে সিলিং ফ্যানগুলিতে ইলেকট্রনিক রেগুলেটর লাগাতে পারেন।

Electricity Bill ceiling fan Electronic Regulator Regulator
Advertisment