Krishna Janmashtami 2019 Date in India:
দিন সাতেক আগে থেকেই অফিসে, পাড়ায়, বন্ধু-সহকর্মীদের আড্ডায় জোর আলোচনা হচ্ছে, জন্মাষ্টমী আসলে কবে? ২৩ না কি ২৪ অগাস্ট? এই মাত্র অফিসের বসের কাছ থেকে শুনে এলেন ২৩ এ ছুটি পাবেন। বাড়ি ফিরতে না ফিরতেই শাশুড়ি বললেন ২৪ তারিখ সকালে পুজোর আয়োজনের জন্য আপনার বাড়িতে থাকা মাস্ট। ঘাবড়াবেন না, আপনার দ্বন্দ্ব দূর হবে খুব শিগগির।
দেশের এক একটা অঞ্চলে এবার কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হবে এক এক দিনে। কোথাও ২৩, আবার কোথাও ২৪। তবে অধিকাংশ জায়গায় ২৪ অগাস্ট অর্থাৎ শনিবারই হবে উদযাপন। তবে যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পুণ্য আবির্ভাব হয়েছিল সেটা মানলে ২৩ তারিখ জন্মাষ্টমী হচ্ছে ৷
আরও পড়ুন, রুকমা দাক্ষীর জন্মাষ্টমী স্পেশাল ডিশ
অষ্টমী তিথি শুরু হচ্ছে ২৩ তারিখ সকাল ৮টা বেজে ৯ মিনিটে। আর অষ্টমী তিথি চলবে ২৪ আগস্ট সকাল ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতেই উদযাপন হয়।
হিন্দু পুরাণ মতে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ জন্মেছিলেন এই তিথিতে। মথুরায় জন্ম হলেও কৃষ্ণকে বিপদের আশঙ্কা করেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গোকুলে। বাবা মা ছিলেন কারাবন্দি। তাই পালিত বাবা মায়ের কাছেই তাঁর বড়ো হওয়া।
Read the full story in English