Lemon-Turmeric water for weight loss: বিদ্যুৎগতিতে ঝরবে ওজন! রোজ সকালে খান লেবু ও হলুদের জল, আর কী কী উপকার পাবেন?

Lemon, Turmeric and Ginger water benefits: যদি আপনি হলুদ, লেবু এবং আদা জল খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লেবুতে ভিটামিন সি থাকায় হলুদ শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Lemon-Turmeric Water for Weight Loss: এটি খেলে আপনি সহজেই আপনার ওজন কমাতে পারেন

Lemon-Turmeric Water for Weight Loss: এটি খেলে আপনি সহজেই আপনার ওজন কমাতে পারেন

Lemon, Turmeric and Ginger water benefits: আপনার শরীরকে সুস্থ রাখতে ভাল খাবার খাওয়াটা খুবই জরুরি। যেখানে আপনার খাবারে কোনও ব্যাঘাত ঘটলে আপনি অনেক রোগে ভুগতে পারেন। আপনি কি জানেন যে হলুদ, লেবু এবং আদার জল পান করা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আপনি রোগের ঝুঁকি কমাতে পারেন। এটি খেলে আপনি সহজেই আপনার ওজন কমাতে পারেন। এই প্রতিবেদনে জানুন হলুদ, লেবু এবং আদা জল পান করলে কী কী স্বাস্থ্য উপকার হয়। 

Advertisment

হলুদ, লেবু ও আদার জলের উপকারিতা-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়-

এমন অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি হলুদ, লেবু এবং আদা জল খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লেবুতে ভিটামিন সি থাকায় হলুদ শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই আপনি প্রতিদিন এটি খেতে পারেন।

Advertisment

কিডনি ও লিভারের জন্য উপকারী-

হলুদ, লেবু এবং আদার জল লিভার এবং কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। হলুদ, লেবু এবং আদা লিভারকে ডিটক্সিফাই করতে কাজ করে, এর জন্য আপনি প্রতিদিন সকালে এই পানীয়টি খেতে পারেন।

আরও পড়ুন অফিসে বসে বসে বাড়ছে মেদভুঁড়ি? সকালের এই ৫ অভ্যাসেই ভ্যানিশ হবে পেটের চর্বি

ওজন কমাতে-

ওজন কমাতে প্রতিদিন হলুদ, লেবু ও আদার জল পান করা খুবই উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

হলুদ, লেবু ও আদার জল এভাবে তৈরি করুন-

আদা, হলুদ ও লেবুর জল প্রস্তুত করতে প্রথমে এক গ্লাস জল নিয়ে তাতে এক টুকরো আদা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে এক চামচ লেবু ও আধ চামচ হলুদ গুঁড়ো দিন। এবার ঠান্ডা হয়ে গেলে চা বা কফির মতো পান করুন।

আরও পড়ুন রকেট স্পিডে ঝরবে মেদ, রোজ সকালে খান চালকুমড়োর রস, জানুন কীভাবে বানাবেন

lifestyle weight loss human lifestyle turmeric water lemon water