Advertisment

Kojagari Puja 2024: ১৬ না ১৭ অক্টোবর, এবার কবে কোজাগরী লক্ষ্মীপুজো? পঞ্জিকা মতে শুভ মুহূর্ত কখন?

Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। এবছর ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই হবে পুজো। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কবে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কবে করা যাবে লক্ষ্মীপুজো জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পুজো এবছর কবে?

Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পুজো এবছর কবে?

Kojagari Puja 2024 Date and Time in West Bengal: দুর্গাপুজো শেষ, এবার লক্ষ্মীপুজোর পালা। আগামী ১৬ এবং ১৭ অক্টোবর বাংলার ঘরে ঘরে পূজিতা হবেন কোজাগরী লক্ষ্মী। গৃহস্থের সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবীর আরাধনা হয়। কোজাগরী পূর্ণিমা তিথিতে এই পুজো হয়। রাত জেগে হয় বলেই একে কোজাগরী বলে।

Advertisment

তবে এবারের পুজো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোজাগরী পূর্ণিমা এবার কবে? ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই পুজো হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭.৪২ মিনিট ৩৭ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫.১৭ মিনিটে ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ধনদেবীর আরাধনা করবেন তাঁরা ওই সময়ের মধ্যে পুজো করতে পারবেন।

আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮.৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪.৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। 

আরও পড়ুন বিজয়া দশমীতে সিঁদুর খেলা কেন হয়, কোলাকুলি-মিষ্টিমুখের রীতিও কীভাবে শুরু হল?

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। অন্যমতে, এবার কোজাগরী পূর্ণিমা পড়েছে আগামী ১৬ অক্টোবর রাত ৮.৪৫ মিনিটে আর পূর্ণিমা ছাড়বে ১৭ অক্টোবর ৪.৫০ মিনিটে। যাঁরা রাতে পুজো করতে চান, তাঁরা ১৬ তারিখ অর্থাৎ আগামী বুধবার রাতে পুজো করতে পারেন। যাঁরা দিনের বেলায় করতে চান তাঁরা ১৭ অক্টোবর পুজো করতে পারেন। তবে রাত্রি জাগরণ হবে ১৬ তারিখ।

কোজাগরী শব্দের অর্থ কী এবং কীভাবে এল?

পুরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে 'কো জাগর্তি', যার মানে 'কে জাগে'। কথিত রয়েছে, কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী জগৎ পরিক্রমা করেন। তিনি দেখেন, কেউ জেগে আছে কি না। আবার এটাও বলা হয় যে, কোজাগরী পূর্ণিমা রাতে যাঁরা জেগে থাকেন, পাশা খেলেন তাঁদের ঘর ধনসম্পদে ভরিয়ে দেন মা লক্ষ্মী।

আরও পড়ুন পরের বছর মহালয়া কবে, কোনদিন শুরু হচ্ছে পুজো? জানুন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট

lifestyle Laxmi Puja Kojagari Lakshmi Puja
Advertisment