ভাবছেন ২ মিনিটে তো ম্যাগি নুডুলস হয় শুনেছিলেন। কিন্তু হ্যা, কাপ কেকও হবে মাত্র ২ মিনিটে। সবচেয়ে মজার কথা হল এই কেক বানাতে রান্না জানারও দরকার হয়না। পরিমাণ মতো ঠিক ঠিক দিতে পারলে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে কাপ কেক। জেনে নিন পদ্ধতি।
আরও পড়ুন, লকডাউনে বাজিমাত ডালগোনা কফি-র! আপনিও বানিয়ে ফেলুন নিমেষে
উপকরণঃ
২ টেবিল চামচ ময়দা
এক চিমটে বেকিং পাউডার
২ টেবিল চামচ কোকো পাউডার
২ টেবিল চামচ দুধ
হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স
২ চা চামচ সাদা তেল
এক চিমটে নুন
২ টেবিল চামচ চিনি
প্রণালী
একটা মাঝারি মাপের পাত্রে ময়দা, কোকো পাউডার, চিনি আর নুন ভালো করে মিশিয়ে নিন। এবার মাইক্রোওয়েভ প্রুফ একটি কাপে দুধের সঙ্গে মিশ্রণটি ঢেলে সাদা তেল , ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার মিশিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না পেস্ট তৈরি হচ্ছে ভালো করে ফেটাতে থাকুন।
এবার মাইক্রোওয়েভে কাপটা ঢুকিয়ে ৭০ সেকেন্ড গরম করুন। ৭০ সেকেন্ড পর কেপ কেকের মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে বের করে নিন। টুথ পিকের গায়ে যদি কিচ্ছু না লেগে থাকে, তাহলে বুঝবেন কেক রেডি!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন