মানুষ খাবার খায় শরীর ঠিক রাখার জন্য। আর তার সঙ্গেই শরীরে হজমের সমস্যা দেখা দিকে কিন্তু খুব মুশকিল। খাবার যদি সঠিকভাবে পরিপাক না হয়, তাহলে কিন্তু বেজায় সমস্যা। তাই খেয়াল রাখতে হবে মেটাবোলিজমের। এর ঘাটতি কিন্তু অনেক সমস্যার সূত্রপাত করতে পারে।
Advertisment
বিভিন্ন কারণে কিন্তু মেটাবোলিজম কমে যেতে পারে। সেগুলি অবশ্যই মানুষের নিজস্ব কাজের কারণেই ঘটে। অনেক সময় দেখা যায়, কোনও কাজ অতিরিক্ত মাত্রায় করতে শুরু করলেও কিন্তু এটি হতে পারে। শারীরিক নানা অভ্যাস এর কারণ! যেমন;
অত্যধিক মাত্রায় ক্যালোরি যুক্ত খাবার খেতে শুরু করলে কিন্তু এর সমস্যা হতেই পারে। এবং তার সঙ্গেই ক্যালোরি বাড়লে শরীরে প্রদাহ বেড়ে যায় সুতরাং সতর্ক থাকতে হয়।
শরীরচর্চা করা একেবারেই খুব ভাল কাজ। কিন্তু অত্যধিক কোনোটাই ভাল নয়। প্রতিদিন ব্যায়াম করতে করতে কিন্তু সঠিকভাবে বিশ্রাম নেওয়া হয় না, তাই অবশ্যই সেদিকে নজর দেওয়া ভাল।
ব্যালেন্স ডায়েটের সঙ্গেও কিন্তু প্রোটিন, ভিটামিন এবং সঠিক মাত্রায় কার্ব যুক্ত খাবার অবশ্যই থাকা উচিত। সুতরাং খাবারের দিকে নজর দিন। একেবারে শুধু ওজন কমাতে হবে এই চিন্তা ভাবনা করলে চলবে না।
অ্যালকোহল কিংবা মদ্যপান শরীরের পক্ষে ঠিক নয়। এবং এটি বেশি মাত্রায় হতে শুরু করলেই কিন্তু ফ্যাট বার্নের মাত্রা কমে যায়। এর থেকেও মেটাবোলিজম মাত্রা কমতে থাকে।
সবকিছুর সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে বিশ্রাম নেওয়া অথবা ঘুম। খেয়াল রাখতে হবে সঠিক মাত্রায় এবং শান্তিতে ঘুমানো আবশ্যক। এর থেকে শরীরের অনেক সমস্যা দুর হয়। যেমন উচ্চ রক্তচাপ, কিংবা সুগারের সমস্যা।