Advertisment

Ram Raj! নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীর মত কৌটিল্যও কি প্রভাবিত হয়েছিলেন রাম রাজত্বের ভাবনায়?

Sri Ram: শুধু ভারত নয়। ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে শ্রীরামচন্দ্রের ভজনা হয়ে থাকে। যা শ্রীরামচন্দ্রকে বিশ্বজনীন করে তুলেছে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Modi। Ram Rajatwa

Modi-Ram Rajatwa: প্রধানমন্ত্রীর মুখে রাম রাজত্বের কথা শোনা গিয়েছে।

Purushottam Ramchandra-Ram Raj: পুরুষোত্তম শ্রীরামচন্দ্র গোটা ভারতের অনুপ্রেরণা। শুধু ভারত নয়। ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে শ্রীরামচন্দ্রের ভজনা হয়ে থাকে। যা শ্রীরামচন্দ্রকে বিশ্বজনীন করে তুলেছে। সোমবারই অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক হয়েছে। 'রাম লালা'র বিগ্রহ তাঁর জন্মস্থানে ফিরেছে। যা নিয়ে গোটা দেশে এক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। প্রশাসনের তরফে বিশেষ আয়োজনও করা হয়েছিল অযোধ্যায়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে শোনা গিয়েছে রাম রাজ্যের কথা।

Advertisment
Ram Lala। Pran Pratishthha
Ram Lala-Pran Pratishthha: রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে অকাল দীপাবলি পালিত দেশজুড়ে।

অতীতে মহাত্মা গান্ধীর মুখেও শোনা গিয়েছিল রাম রাজ্যের কথা। জাতির জনক সেই রাম রাজ্যের স্বপ্ন দেখতেন যেখানে কোনও অন্যায় থাকবে না। যেখানে ন্যায়বিচার থাকবে। যেখানে কোনও অশান্তি আর হানাহানি থাকবে না। আর, যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা বা গণতন্ত্র। বিভিন্ন সময় সেই রাম রাজ্যের কথা তাঁর লেখনিতে বারবার বলে গিয়েছেন মহাত্মা গান্ধী।

Gandhijii। Ram Rajatwa
Gandhijii। Ram Rajatwa: গান্ধীজি বারবার জানিয়েছেন, তিনি রাম রাজত্বের স্বপ্ন দেখেন।

ভারতীয় সংস্কৃতি এবং রাজনীতিতে যখনই সুশাসনের প্রশ্ন এসেছে, তখনই রাম রাজত্বের পাশাপাশি উঠে এসেছে চাণক্যের কথাও। তাঁর নীতিশাস্ত্রের মাধ্যমে চাণক্য বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে তিনিও এক সুশাসনের প্রত্যাশী। যে সুশাসনে অশান্তি এবং সমস্যা কীভাবে দূর করা যাবে, তার উৎপত্তিই বা কোথা থেকে, তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তর গুরু কৌটিল্য চাণক্য।

Sri Ram। Chanakya
Sri Ram-Chanakya: সুশাসন এবং পারিবারিক সুখভোগ ছিল চাণক্যেরও লক্ষ্য।

একটা ছোট্ট উদাহরণ দিলেই তা স্পষ্ট হয়ে যাবে। চাণক্য লিখে গিয়েছেন, 'অস্তি পুত্রো বশে যস্য ভৃত্যো ভার্যা তথৈব চ। অভাবে সতি সন্তোষঃ স্বর্গস্থো হ সৌ মহীতলে।' যার অর্থ, যে ব্যক্তির পুত্র, ভৃত্য ও ভার্যা বা স্ত্রী বশে থাকে, অভাবের মধ্যেও যিনি সদাপ্রসন্ন, এই পৃথিবীর বাসস্থান তাঁর কাছে স্বর্গের মত। চাণক্যের এই স্বর্গ বা সুখের ধারণা, এ তো সেই রাম রাজত্বের মতই ব্যাপার। যেখানে সকলে সুখী থাকবেন। শুধু প্রশাসনের কারণেই নয়। ব্যক্তিগত জীবনেও ব্যক্তি সুখভোগ করবেন। সেই সুখের কথাই তো রাম রাজত্বের কথা।

আরও পড়ুন- রাম মন্দির অভিষেকের দিনও রাবণের শ্বশুরের দেবীর আরাধনা, বিগ্রহ জাগ্রত, দাবি ভক্তদের

আর, এক্ষেত্রেই প্রশ্ন উঠতে বাধ্য, চাণক্য নিজেও কি তাহলে রাম রাজত্বে বিশ্বাস করতেন? যে রাম রাজত্বের ভাবনা থেকে সুখী গৃহকোণের ভাবনাকে একীকরণ করেছিলেন মহাত্মা গান্ধী। যে রাম রাজত্বের ভাবনার কথা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে। সেই রাম রাজত্ব কি কৌটিল্য চাণক্যকেও প্রভাবিত করেছিল? যে প্রভাব তিনি তাঁর সবচেয়ে ভালো শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে শিখিয়ে গিয়েছিলেন প্রতি পদে?

Ram Temple Chanakya Chanakya Niti Bakya Chanakya Sloka Ramayan Ram Mandir
Advertisment