Facial Hair Removal Naturally: ওয়্যাক্সিং আর নয়! এই এক চমৎকার পাউডারেই মুখের লোম বৃদ্ধি হবে বন্ধ

Facial Hair Removal Naturally: মুখের অবাঞ্ছিত লোম তুলতে আর নয় শেভিং বা ওয়্যাক্সিং! ঘরোয়া ছোলার গুঁড়োর প্যাক দিয়ে প্রাকৃতিকভাবে কমান মুখের লোম। এই সহজ উপায়েই ফিরে পান মসৃণ ও উজ্জ্বল ত্বক।

Facial Hair Removal Naturally: মুখের অবাঞ্ছিত লোম তুলতে আর নয় শেভিং বা ওয়্যাক্সিং! ঘরোয়া ছোলার গুঁড়োর প্যাক দিয়ে প্রাকৃতিকভাবে কমান মুখের লোম। এই সহজ উপায়েই ফিরে পান মসৃণ ও উজ্জ্বল ত্বক।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Facial Hair Removal Naturally

Facial Hair Removal Naturally: মুখের লোম দূর করার ঘরোয়া উপায়।

Facial Hair Removal Naturally: মুখে অবাঞ্ছিত লোম থাকা অস্বস্তিকর। এটি সৌন্দর্যে প্রভাব ফেলে। অনেকেই বারবার পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করিয়ে বিরক্ত হয়ে পড়েন। আবার কেউ এই লোম অপসারণের জন্য শেভ করেন। যা দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে। অথচ এই সমস্যার সহজ, সস্তা ও বেশ কাজের সমাধান কিন্তু লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই।

Advertisment

মুখের লোম কেন বাড়ে?

প্রশ্ন হল, মুখের লোম কেন বাড়ে? আসলে মুখে লোম গজানোর অন্যতম কারণ হরমোনের ভারসাম্যহীনতা। যেমন পিসিওএস (PCOS) বা থাইরয়েডের সমস্যা। এছাড়াও রয়েছে জেনেটিক কারণ। অতিরিক্ত ওজন এবং হরমোনের সমস্যা মেটাতে আমরা যেসব ওষুধ খাই, তার পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও মুখে লোম গজাতে পারে।  

Advertisment

আরও পড়ুন- শুধু কুকুর নয়, এই প্রাণীরাও মানুষের মুখ দেখে চিনতে পারে, বিজ্ঞান যা বলছে জানলে চমকে উঠবেন!

এক্ষেত্রে বাড়িতেই বানানো যায়, এমন ফেসপ্যাক আছে?

অবশ্যই আছে। আর, সেই ফেসপ্যাক ছোলার গুঁড়ো এবং হলুদ দিয়ে তৈরি। ছোলার গুঁড়ো ত্বক পরিষ্কার রাখে এবং মৃত কোষ দূর করে। হলুদে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা লোম গজানো রোধে সহায়তা করে। লেবুর রস ত্বক উজ্জ্বল করে এবং মধু ও দই ত্বককে ময়েশ্চারাইজ করে।

আরও পড়ুন- ভুলেও এই ৮ জিনিস দিয়ে কখনও আপনার টিভির স্ক্রিন পরিষ্কার করবেন না, চরম ক্ষতি হয়ে যাবে!

এই ফেসপ্যাক তৈরিতে কী কী উপকরণ লাগে?

  • ছোলার গুঁড়ো - ২ টেবিল চামচ

  • হলুদ গুঁড়ো - ১ টেবিল চামচ

  • দই বা দুধ - ২ টেবিল চামচ

  • মধু - ১ টেবিল চামচ

  • লেবুর রস - কয়েক ফোঁটা

আরও পড়ুন- টাইট জিন্স পরেন, জানেন কেন চরম সতর্কবাণী শোনালেন চিকিৎসকরা?

তৈরির কায়দা

১. একটি পাত্রে ওপরের সব উপাদান বা জিনিসগুলো একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
২. প্রয়োজনে কিছু গোলাপ জল দিয়ে পেস্টের মত তৈরি করুন।
৩. মুখের লোমযুক্ত অংশে ওই পেস্ট লাগান।
৪. ১০-১৫ মিনিট পর পেস্টটি শুকিয়ে গেলে, নীচ থেকে ওপর দিকে হালকা ঘষে তুলে ফেলুন।
৫. ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৬. সপ্তাহে ২-৩ বার নিয়ম করে এমনটা করুন।

আরও পড়ুন- নিয়মিত দুপুরের খাবার বাদ দিলে জানেন কী হতে পারে? শুনলে চমকে যাবেন!

এক্ষেত্রে কী সাবধানতা গ্রহণ করবেন?

  • প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

  • ত্বকে কোনও সংক্রমণ বা ব্রণ থাকলে এই পেস্ট ব্যবহার না করাই ভালো।

  • হরমোনজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

যেটা মনে রাখা জরুরি

  • প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন।

  • শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন।

  • অতিরিক্ত চিনিযুক্ত ও ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকুন।

প্রাকৃতিক উপায়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে চাইলে এই ছোলার গুঁড়োর ফেস প্যাক হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী। এতে ত্বক যেমন নরম থাকবে, তেমনই ধীরে ধীরে লোম গজানোও কমে আসবে। তাই অন্তত একবার পরীক্ষা করে দেখুন। আর, ভালো লাগলে শেভিং বা ওয়্যাক্সিং নয়, এবার থেকে মুখের লোম দূর করার জন্য এই কায়দাই বেছে নিন। 

hair removal Naturally Facial