Hair Care: চুল অকালে পেকেছে, সর্বত্র লজ্জায় পড়ছেন! এটা ব্যবহার করে ফল জানান

Hair Care: রাস্তাঘাটে বেরোলেই জেঠু, এমনকী দাদু পর্যন্ত শুনতে হচ্ছে। অথবা, মাসি, আন্টি, দিদা বলেও ঢাকছে অনেকে? অথচ, আপনারই সমবয়সিদের কিন্তু এসব ভোগান্তি পোহাতে হচ্ছে না!

Hair Care: রাস্তাঘাটে বেরোলেই জেঠু, এমনকী দাদু পর্যন্ত শুনতে হচ্ছে। অথবা, মাসি, আন্টি, দিদা বলেও ঢাকছে অনেকে? অথচ, আপনারই সমবয়সিদের কিন্তু এসব ভোগান্তি পোহাতে হচ্ছে না!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hair Care

Hair Care: ভেষজ হেয়ার কালার।

Hair Care: আজকের দিনে অকালে চুল পেকে যাওয়া খুব সাধারণ সমস্যা। অনেকেরই ২৫ বা ৩০ বছর বয়সেই চুল সাদা হয়ে গেছে। এর পিছনে আছে জিনগত কারণ, মানসিক চাপ, অপুষ্টি কিংবা অনিয়মিত জীবনযাপন। বাজারে প্রচুর হেয়ার কালার পাওয়া যায়। কিন্তু তাতে থাকা কেমিক্যাল দীর্ঘমেয়াদে চুল এবং মাথার ত্বকের ক্ষতি করে। এই সমস্যা থেকে বাঁচার রাস্তা ভেষজ হেয়ার কালার।

এটি প্রাচীন ভেষজ

Advertisment

কালোঞ্জি বা কালোজিরা (Black Seed) এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে। এটি একটি প্রাচীন ভেষজ। শুধু স্বাস্থ্যের জন্যই না। চুলের জন্যও কালোজিরা অসাধারণ উপকারী। চলুন দেখে নিই, কীভাবে কালোজিরা ব্যবহার করে ঘরে বসেই প্রাকৃতিক Hair Color বানাবেন। কালোজিরাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়ায় শক্তি জোগায়। এটা মেলানিন উৎপাদন বাড়ায়, ফলে সাদা চুল ধীরে ধীরে কালো হয়। মাথার ত্বক বা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে কালোজিরা। পাশাপাশি, খুশকি এবং চুল পড়া কমাতে কাজে লাগে। 

আরও পড়ুন-  সাবধান! সামনে সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে? জানুন, কী করবেন না

Advertisment

এই কালোজিরা দিয়ে প্রাকৃতিক ভেষজ বানাতে হলে দরকার ২ টেবিল চামচ কালোঞ্জি বা কালোজিরা। ১ চা চামচ চা পাতার গুঁড়ো। তিনটি জবা পাতা। চারটি পুদিনা পাতা। দুই চা চামচ মেহেন্দি গুঁড়ো। সঙ্গে নিন পরিমাণমতো জল। একটি প্যানে কালোজিরা ভেজে নিন, যতক্ষণ না ফাটতে শুরু করে। এতে চায়ের গুঁড়ো দিয়ে সামান্য ভাজুন, তারপর ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা গুঁড়ো করে নিন। আলাদা করে জবা ও পুদিনা পাতা সামান্য জল দিয়ে পিষে রস ছেঁকে নিন। লোহার পাত্রে মেহেন্দি গুঁড়ো নিন। এতে কালোজিরা গুঁড়ো এবং জবা-পুদিনার রস মিশিয়ে পেস্টের মত থকথকে বানান। ৩০ মিনিট রেখে দিন, যাতে রং ভালোভাবে গাঢ় হয়। 

আরও পড়ুন- বাড়ির কারও ধূমপান ছাড়াতে চান? এগুলো চুপচাপ করে দেখুন, হাতেনাতে ফল পাবেন!

চুলে মিশ্রণটি ভালোভাবে লাগান। ১ থেকে ২ ঘণ্টা রেখে ঠান্ডা জল বা চা-ফোটানো জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করলে ধীরে ধীরে সাদা চুল কালো হবে এবং চুল হবে উজ্জ্বল। চুল ধোয়ার পর বাজার থেকে কেনা কোনও রাসায়নিক শ্যাম্পু নয়, ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।

আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়

ভেষজ তেলের মধ্যে নারকেল তেল, আমলা তেল বা কালোজিরার তেল নিয়মিত ব্যবহার করুন। পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার খেলে চুল স্বাস্থ্যকর থাকবে। বাজারের রাসায়নিক পণ্যের চেয়ে ভেষজ মাথার তেল অনেক নিরাপদ। কালোজিরা দিয়ে তৈরি এই ভেষজ মাথায় মাখার তেল (Hair Color) নিয়মিত ব্যবহার করলে অকালে পেকে যাওয়া সাদা চুল কালো হয়ে যাবে। সঙ্গে, চুল হবে শক্ত, ঘন আর মসৃণ। 

আরও পড়ুন- সোনা পরা অশুভ, এই ব্যক্তিদের জন্য সোনা ধারণ হতে পারে বিপদজনক!

(বিশেষ দ্রষ্টব্য:- এই লেখাটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। তবে, এই বিশ্বাস কতদূর সঠিক বা ভুল, তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তাই কোনও কিছু ব্যবহারের আগে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন।)

hair care