Advertisment

New Year 2025: ভারতে একবার নয়, ৫ বার নববর্ষ উদযাপন হয়, জানেন কোন কোন সময়ে?

New Year 2025 Celebrations In India: আপনি কি জানেন ধর্ম এবং জাতিভেদে ভারত এক বছরে একবার নয়, ৫ বার নববর্ষ পালন করে। শুনতে অবাক লাগলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

author-image
Subhamay Mandal
New Update
New Year 2025 Celebration in India: ধর্ম এবং জাতিভেদে ভারত এক বছরে একবার নয়, ৫ বার নববর্ষ পালন করে

New Year 2025 Celebration in India: ধর্ম এবং জাতিভেদে ভারত এক বছরে একবার নয়, ৫ বার নববর্ষ পালন করে

New Year 2025 Celebrations In India: সাল ২০২৪ শেষ হতে আর কিছুদিনই বাকি। নতুন বছর ২০২৫ সালে আবার নতুন করে স্বপ্ন এবং লক্ষ্য পূরণের আশায় এগিয়ে চলতে হবে। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, দুনিয়াজুড়ে নতুন বছর ১ জানুয়ারি উদযাপন করা হয়। নববর্ষ উদযাপনের ধুম গোটা দেশে লক্ষ্যণীয়। এই দিনে মানুষ আতসবাজি ফাটিয়ে প্রিয়জনের মিষ্টিমুখ করতে ভোলেন না। কিন্তু আপনি কি জানেন ধর্ম এবং জাতিভেদে ভারত এক বছরে একবার নয়, ৫ বার নববর্ষ পালন করে। শুনতে অবাক লাগলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

Advertisment

ভারতে এক বছরে একবার নয়, ৫ বার হিন্দু নববর্ষ উদযাপন হয়

হিন্দু নববর্ষের সূচনা চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে হয়। চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে হিন্দু নববর্ষের সূচনা হিসাবে ধরা হয়। হিন্দু রীতি অনুযায়ী, দেবযুগে প্রজাপতি ব্রহ্মা এইদিনে সৃষ্টির রচনা শুরু করেন। এই কারণে এইদিনটিকে নববর্ষের প্রথম দিন হিসাবে পালন করা হয়। একে গুড়ি পড়ওয়া, উগাড়ির মতো নামেও ভারতের বিভিন্ন অঞ্চলে অভিহিত করা হয়। 

খ্রিস্ট নববর্ষ

Advertisment

১ জানুয়ারি উদযাপিত নববর্ষ আসলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয়। এর সূচনা রোমান ক্যালেন্ডার থেকে হয়েছিল। যদিও রোমান ক্যালেন্ডারে নববর্ষ ১ মার্চ থেকে শুরু হয়। মনে করা হয়, রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্ব ৪৫ সালে জুলিয়ান ক্যালেন্ডার বানিয়েছিলেন। যারপর থেকে খ্রিস্ট নববর্ষ পালনের রীতি শুরু হয়।

আরও পড়ুন করোনার চেয়েও এই মহামারী ৭ গুণ বেশি প্রাণঘাতী! উদ্বেগে WHO, জানুন এড়ানোর কৌশল

পাঞ্জাবি নববর্ষ

শিখ নানকশাহী ক্যালেন্ডার অনুযায়ী পাঞ্জাবি নববর্ষ বৈশাখী নামে পালন করা হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখী প্রতি বছর ১৩ এপ্রিল হয়। এই দিনে দেশের গুরুদ্বারগুলিতে মেলার আয়োজন হয়।

জৈন নববর্ষ

দীপাবলির পরের দিন অর্থাৎ কার্তিক শুক্ল প্রতিপদে জৈন সম্প্রদায়ের মানুষ নববর্ষ পালন করেন। জৈন ধর্মে একে বীর নির্বাণ সম্বত নামে পরিচিত। দীপাবলির দিন জৈন গুরু ভগবান মহাবীরের মোক্ষপ্রাপ্তি হয়েছিল। এই কারণে নির্বাণের পরের দিন জৈনরা নববর্ষ পালন করেন।

আরও পড়ুন ২০২৫ সালে মহাকুম্ভ কোথায় হবে, শাহী স্নানের পূণ্যলগ্ন কখন, জানুন তাৎপর্য এবং মাহাত্ম্য

পারসি নববর্ষ

পারসি নববর্ষ জামশেদি নওরোজ নামে পরিচিত। মনে করা হয় যে, ৩ হাজার বর্ষ পূর্বে এই দিনটি শাহ জামশেদজি পালন করেছিলেন। ভারতে পারসিরা এই দিনটি শেহেনশাহী ক্যালেন্ডার অনুযায়ী পালন করেন। যে ক্যালেন্ডারে লিপ ইয়ার নেই। নওরোজ কেবলমাত্র একটি উৎসবই নয়, পারসি সংস্কৃতি এবং পরম্পরার একটি অভিন্ন অংশ। এই অশুভর বিরুদ্ধে শুভর জয়ের প্রতীক।  

New Year Celebration New Year Festive happy new year Bengali New Year
Advertisment