Effective New Year 2025 Resolution for Health and Wealth: হাতে গোণা আর মাত্র কয়েকটা ঘন্টা! গোটা বিশ্বের সঙ্গে আমরাও মেতে উঠবো আরও একটা নতুন বছরকে স্বাগত জানাতে। ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানাতে তৈরি বিশ্ববাসী। নতুন বছরের শুরু থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের মাধ্যমে নিজেকে সারা বছর ফিট রাখুন।
কিছু খারাপ অভ্যাস ত্যাগ করুন আপনার নিজের ও নিজের ফুটফুটে সন্তানের জন্য। নতুন বছরে কীভাবে নিজের যত্ন নেবেন তা ভেবে পাচ্ছে না? তার জন্য প্রথমেই যেটা জরুরি সেটা হল আপনার অঙ্গীকার।
বছরের প্রথম দিন থেকেই ব্যায়াম করা, ওজন কমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখতে পারেন। যদিও খুব মানুষই লক্ষ্যপূরণ করতে পারেন। আজকের এই প্রতিবেদনে বেশ কিছু কিছু টিপস নিয়ে আলোচনা করে চলেছি যার মাধ্যমে আপনি সুস্থ থাকতে এবং আগামী বছরে আপনার হেলথ রেজোলিউশনের লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন।
প্রতিদিন ওয়ার্কআউট করুন
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিটের ওয়ার্ক আউট করুন। এর মধ্যে যোগব্যায়াম, হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো যেটা আপনার পছন্দ আপনি করুন। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা আপনার হার্টকে সতেজ রাখবে।
মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন দিন
নতুন বছরে, আপনার মানসিক স্বাস্থ্যর যত্ন নিন। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, সৃজনশীল কাজকর্ম যেমন পেইন্টিং বা গান শোনার উপর ফোকাস করুন। মানসিক চাপ কমাতে কাজের ফাঁকে ছুটি নিন এবং নিজেকে সময় দিন। মানসিক স্বাস্থ্য ভাল থাকলে আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন।
পর্যাপ্ত ঘুমান
ঘুমানোর একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। ঘুমানোর আগে মোটেও গ্যাজেট ব্যবহার করবেন না। ৮ ঘণ্টা ঘুম শরীরের পক্ষে বিশেষ জরুরি।
ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন
আপনি যদি ধূমপান করেন তবে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। মদ্যপান করবেন না। এতে আপনার হার্ট ও লিভারকে সুস্থ থাকবে। ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগের ঝুঁকি কমবে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান, যেমন রক্ত পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ এবং কোলেস্টেরল। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার শারীরিক কোন সমস্যা আছে কিনা।
বছর শেষে চূড়ান্ত ভোগান্তি! IRCTC সার্ভার ডাউনের জেরে সমস্যার মুখে লক্ষ লক্ষ যাত্রী
নতুন বছরের শুরুর দিনেই গোটা বছর আর্থিক ভাবে স্বচ্ছল থাকতে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন
১. সকালে ঘুম থেকে উঠে স্নান করে গণেশের পুজো করুন। ভগবানের আশীর্বাদ নিন।
২. একজন গরীব মানুষকে খাবার বা কাপড় দান করুন।
৩. পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করুন।
৪. অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নতুন রেজোলিউশন দিয়ে বছর শুরু করুন।
৫. নববর্ষকে স্মরণীয় করে তুলুন।
৬. নববর্ষে, ভগবান গণেশকে স্মরণ করুন, তাঁর আশীর্বাদ নিন এবং আপনার জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন।
আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে বছরের প্রথম দিন থেকেই প্ল্যান করাটা বিশেষ জরুরি
১. মাসিক সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করুন। ধীরে ধীরে তা বাড়ানোর চেষ্টা করুন।
২. আপনার খরচের হিসাব রাখুন, অপচয় বন্ধ করুন। অপ্রয়োজনীয় খরচ কাটছাঁট করুন।
৩. একটি ইমারজেন্সি ফান্ড তৈরি রাখুন। জরুরি প্রয়োজনে কাজে আসবে।
৪. কমপক্ষে তিন মাসের উপর্জন সঞ্চয়ের চেষ্টা করুন।