Noboborsho 1432: পয়লা বৈশাখের সকালে করুন এই কাজগুলো, সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি উপচে পড়বে

Start the Bengali New Year 1432 with these traditional and spiritual rituals on Poila Boishakh morning: নববর্ষ ১৪৩২ শুরু হোক শুভ কাজ দিয়ে! পয়লা বৈশাখের সকালে এই নিয়মগুলো মানলে সারাবছর থাকবে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি।

Start the Bengali New Year 1432 with these traditional and spiritual rituals on Poila Boishakh morning: নববর্ষ ১৪৩২ শুরু হোক শুভ কাজ দিয়ে! পয়লা বৈশাখের সকালে এই নিয়মগুলো মানলে সারাবছর থাকবে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Boishakh 1st: পয়লা বৈশাখ

Boishakh 1st: পয়লা বৈশাখ। (ছবি- প্রতীকী)

Start Poila Boishakh 1432 With These Rituals for a Blissful and Prosperous Year Ahead: বাংলা নতুন বছর মানেই নতুন শুরু। পয়লা বৈশাখের সকালটা যদি শুভ কাজ দিয়ে শুরু করা যায়, তাহলে বিশ্বাস করা হয় যে সারাবছর ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু কাজ যা নববর্ষের সকালে করলে ঘরে আসবে ইতিবাচক শক্তি ও আনন্দ।

Advertisment

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা:
দিন শুরু করুন ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে। দরজায় লাগান আলপনা বা শুভ লক্ষণচিহ্ন। পরিষ্কার পরিবেশ মানেই ইতিবাচক শক্তির প্রবাহ।

২. স্নান ও নতুন পোশাক:
ভোরে উঠেই স্নান করে পরুন নতুন বা পরিষ্কার পোশাক। এটি শুধুমাত্র শারীরিক শুদ্ধতা নয়, মানসিক প্রশান্তিও এনে দেয়।

৩. দেবদেবীর পূজা:
লক্ষ্মী-গণেশ ও কুলদেবতার পূজার মাধ্যমে দিন শুরু করুন। ধূপ-প্রদীপ জ্বালান, ফুল ও মিষ্টি অর্ঘ্য দিন।

Advertisment

৪. পয়লা বৈশাখের প্রার্থনা ও সংকল্প:
এই দিনে একটি ইতিবাচক সংকল্প নিন—নিজের, পরিবারের বা সমাজের মঙ্গলের জন্য। ছোট্ট প্রার্থনাও অনেক শক্তি এনে দিতে পারে।

৫. মিষ্টিমুখ ও অতিথি আপ্যায়ন:
নতুন বছরের মিষ্টি শুরু করতে মিষ্টি খাওয়া এবং অতিথি আপ্যায়ন একান্ত প্রয়োজন। এটি বন্ধন মজবুত করে।

৬. পঞ্জিকা অনুযায়ী শাস্ত্রীয় রীতি পালন:
যাঁরা শাস্ত্র মানেন, তাঁরা পঞ্জিকা দেখে নির্দিষ্ট সময়ে শুভ কাজ করুন— যেমন হালখাতা, ব্যবসার নতুন খাতা খোলা ইত্যাদি।

পয়লা বৈশাখ মানেই কেবল খাওয়া-দাওয়া আর আনন্দ নয়, এই দিনটির আধ্যাত্মিক তাৎপর্যও অনন্য। সঠিকভাবে দিন শুরু করলে সারা বছরজুড়েই ঘরে আনন্দ ও সমৃদ্ধি বজায় থাকবে। আর, এইসব কারণেই পয়লা বৈশাখের মাহাত্ম্য বাঙালির কাছে অপরিসীম। এই নতুন বছরের প্রথম দিনই ব্যবসায়ীরা পুজো দেন, ব্যবসার নতুন খাতা শুরু করেন। 

আরও পড়ুন- ভদ্রলোকের ভাষা ব্রাহ্মণ্যবাদের কুফল, এবার কলকাতার বুকে তৈরি দলিত আন্দোলনের নতুন রূপরেখা

অনেকে তো পয়লা বৈশাখের দিন একটি মাটির লক্ষ্মীর ভাঁড় কিনে নেন। সেই ভাঁড়ে প্রতিদিন কিছু টাকা করে জমান। ওই ভাঁড়টিকে ব্যবসার জায়গায় রাখেন। বাঙালি ব্যবসায়ীদের বিশ্বাস, ওই ভাঁড় তাঁদের ব্যবসা বাড়াতে সাহায্য করে। অনেকে তো আবার, পয়লা বৈশাখের দিন বাড়িতে এবং দোকানে শঙ্খ পুজো করেন। শঙ্খ কে শাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। সমুদ্র মন্থনের সময় শঙ্খের উৎপত্তি। এই শঙ্খের পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলেই বিশ্বাস করেন ভক্তরা। 

pujo traditional poila boishakh