দীর্ঘদিন ধরে একটা ধারণা প্রচলিত ছিল সব মহলেই। ক্যানসারের প্রাথমিক কারণ ধুমপান। সম্প্রতি বিবিসি-র একটি প্রতিবেদনে বলা হয়েছে ক্যানসারের কারণ হিসেবে ধূমপানের চেয়ে অনেক বেশি করে চিহ্নিত করা হচ্ছে ওবেসিটিকে।
বিলেতের ক্যানসার রিসার্চ সেন্টার থেকে বলা সম্প্রতি বলা হচ্ছে, অতিরিক্ত মেদজনিত সমস্যা থেকে লিভার, কিডনি, বাওয়েল এবং গর্ভাশয়ের ক্যানসারের ঝুঁকি অনেক বেশি।
বিশেষজ্ঞরাও বলছেন স্থূলতার সমস্যা সারা বিশ্বেই বাড়ছে। অথচ ধুমপানের হার কমছে।
বোকা বাক্সে বন্দি জীবন? হার্ট অ্যাটাক হতে পারে যখন তখন
শরীরের ফ্যাট কোষগুলি বাড়তি হরমোন নিঃসরণে সাহায্য করে কোষ বিভাজনে সাহায্য করে। এর ফলেই শরীরে ক্যানসার কোষ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ক্যানসার রিসার্চ ইউকে গবেষক লিন্ডা বল্ডের মতে মানুষ ধূমপানের প্রভাব সম্পর্কে যতটা ওয়াকিবহাল, ওবেসিটি নিয়ে ততটা নয়।
তবে মোটা হওয়া আর স্থূলতা কিন্তু এক নয়। মানুষের শরীরের উচ্চতার সঙ্গে ওজনের নির্দিষ্ট অনুপাত মাত্রাতিরিক্ত হয়ে গেলে তখন সে ব্যক্তি ওবেসিটির শিকার হন।