Advertisment

Monsoon Trip: মুঠোয় ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা! বর্ষায় বেড়ানোর সেরা বাজি মেঘেদের স্বর্গরাজ্য এই পাহাড়ি গ্রাম

Travel: বর্ষায় পাহাড়ের প্রতি অনেকের আকর্ষণই প্রবলভাবে বেড়ে যায়। বেড়ানোর ক্ষেত্রে বাঙালি পর্যটকদের একটি বড় অংশের প্রথম পছন্দ পাহাড়। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে একের পর এক দারুণ সব পর্যটন কেন্দ্র। ছোট্ট এই পাহাড়ি গ্রামও উত্তরবঙ্গ ঘেঁষা। সবুজে সবুজ এই পাহাড়ি তল্লাটে একবার গেলে ফিরতে আর মনই চাইবে না। দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসতে পারেন অনিন্দ্যসুন্দর এই প্রান্ত থেকে।

author-image
Nilotpal Sil
New Update
offbeat tourist spot sikkim singhik may be a perfect destination for monsoon weekend trip, বর্ষায় বেড়ানোর আদর্শ ঠিকানা সিকিমের সিংঘিক

Monsoon Trip: অপূর্ব এই প্রান্ত মুহূর্তেই যেন হৃদয় জুড়িয়ে দেয়।

Monsoon Weekend Trip: এই বর্ষায় পাহাড়ে বেড়াতে যেতে মন চাইছে? ঘুরে আসুন অপূর্ব এক পাহাড়ি প্রান্ত থেকে। সবুজে সাজানো যে তল্লাট থেকে হাত বাড়ালেই যেন মুঠোয় ধরা দেয় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। কোলাহলমুক্ত প্রান্তে দিন কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস। মেঘের মধ্যেই হোক দিনজাপন।

Advertisment

দিন কয়েকের ছুটি মিললে ঘুরে আসতে পারেন সিকিমের অপরূপ পাহাড়ি গ্রাম সুন্দরী সিংঘিক থেকে। সিকিমের এই পাহাড়ি গ্রাম এক কথায় যেন স্বর্গরাজ্য। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এ তল্লাটকে। ঘুমন্ত এই পাহাড়ি গ্রামে মূলত লেপচা সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই সিংঘিক গ্রামের উচ্চতা ৫,১১৮ ফুটের মতো।

সিংঘিকে কী দেখবেন?

অফবিট এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য্যটাই শেষ কথা। পাহাড়ি গ্রামের হোম স্টে গুলির বারান্দায কিংবা জানলার ফাঁক দিয়ে দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। চাইলেই দেখতে পাবেন মাউন্ট সিনিয়লচুর অনিন্দ্যসুন্দর রূপ। ছোট্ট এই গ্রামে লেপচাদের ঘরবাড়ি, তাঁদের ঐতিহ্য- সংস্কৃতি একেবারে কাছ থেকে দেখার সুযোগ মিলবে। ঘুরে আসতে পারেন এখানকার তেনসং মনেস্ট্রি থেকে। শতবর্ষ পুরনো এখানকার বুদ্ধমন্দির এবং মার্তাম লেক মনে আলাদা প্রশস্তি এনে দেবে।

আরও পড়ুন- Best beaches to visit during monsoon: মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা হবেই! ভরা বর্ষায় ঢুঁ মারুন নজরকাড়া এই সি বিচগুলিতে

কীভাবে যাবেন সিংঘিকে?

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব মেরেকেটে ৫৮ কিলোমিটারের মতো। নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে সিংঘিকের দূরত্ব ১৪৫ কিলোমিটার। চাইলে এনজেপি থেকেই গাড়ি ভাড়া করে নিতে পারেন। যেতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টার মতো। ৭- সাড়ে ৭ হাজার টাকার মধ্যে গাড়ি ভাড়া পড়তে পারে। দরাদরি করলে এর চেয়ে কমও হতে পারে। এছাড়া গ্যাংটক পৌঁছে সেখান থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই পাহাড়ি গ্রামে।

আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই

সিংঘিকে থাকবেন কোথায়?

থাকার জন্য এই পাহাড়ি প্রান্তে একাধিক সুদৃশ্য হোম স্টে পেয়ে যাবেন। পর্যটকদের সুবিধার্থে সিংঘিকের কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।

Aama Homestay Singhik- 096098 12498
Lazomla Homestay- 095937 54866
Singhik Tourist Bungalow- 096358 39939

আরও পড়ুন- Travel: বর্ষায় পাহাড়ে? চোখ জুড়নো এই অফবিট স্পটে ঢুঁ মারুন, কোলাহলমুক্ত প্রান্তে হৃদয় জুড়োবে!

Weekend Trip sikkim monsoon singhik
Advertisment