Savings Account:আর মাত্র কয়েকদিন, সেভিংস অ্যাকাউন্টের নিয়মে আসছে বিরাট বদল! সমস্যা এড়াতে আগেভাগে জানুন

Savings Account: আর অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট-সহ ডিমান্ড ড্রাফট ইস্যু থেকে শুরু করে লকার ভাড়ার ক্ষেত্রেও বিরাট বদল আনা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে তাই বিশেষ এই প্রতিবেদন।

Savings Account: আর অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট-সহ ডিমান্ড ড্রাফট ইস্যু থেকে শুরু করে লকার ভাড়ার ক্ষেত্রেও বিরাট বদল আনা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে তাই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Janmashtami 2024, Bank Holiday, জন্মাষ্টমী, ব্যাংকে ছুটি

প্রতীকী ছবি।

Savings Account: সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এবার বেশ কিছু নিয়মে বড়সড় আনতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এছাড়াও ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখা, ডিমান্ড ড্রাফ্ট জারি করা, ডিডির নকল করা, চেক (ইসিএস সহ), রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জও পাল্টাচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি। নতুন চার্জগুলি আগামী ১ অক্টোবর, ২০২৪ থেকেই প্রযোজ্য হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গড় ব্যালেন্স রক্ষণাবেক্ষণ থেকে ত্রৈমাসিক থেকে মাসিক ভিত্তিতে পরিবর্তন করছে। 

১ অক্টোবর থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোন চার্জে বদল?  

Advertisment

আগামী ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চালু করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এক্ষেত্রে গ্রাহকদের ন্যূনতম গড় ব্যালান্স সহ ডিমান্ড ড্রাফট, চেক, লকার ভাড়া সহ বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদলানো হবে। ন্যূনতম একটি টাকা সেভিংস অ্যাকাউন্টে না রাখা থাকলে প্রতি তিন মাস অন্তর চার্জ কাটবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। গ্রামীণ এলাকায় এই ৫০০ টাকা, সেমি আরবান এলাকায় ১ হাজার টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ২০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে সেভিংস অ্যাকাউন্টে। নইলে সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি তিন মাস অন্তর নির্দিষ্ট পরিমাণ একটি টাকা কেটে নেওয়া হবে।

ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রেও মোট টাকার পরিমাণের ০.৪ শতাংশ, সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত চার্জ নেবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এছাড়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লকার ভাড়ার ক্ষেত্রেও আগামী ১ অক্টোবর থেকে বড় রকমের বদল আনা হচ্ছে। গ্রামীণ এলাকায় ব্যাঙ্কের লকার ভাড়া ১ হাজার টাকা, ১২৫০ টাকা সেমি আরবান এলাকায় এবং ২০০০ টাকা চার্জ দিতে হবে মেট্রো বা শহর এলাকায়।

Advertisment

আরও পড়ুন- BSNL: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচেই আনলিমিটেড কল, রোজ 2 GB ইন্টারনেট

আরও পড়ুন-Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি

শহর থেকে জেলা, সব জায়গাতেই রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটির শাখা রয়েছে। ব্যাঙ্কের গ্রাহকদের সুবিধার্থে তাই আগেভগে বিশেষ এই প্রতিবেদনটি প্রকাশ করা হল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী ১ অক্টোবর থেকে ঠিক কী কী নিয়মে বদল আনছে তা আগে থেকে জেনে নিয়ে গ্রাহকরাও যথোপপযুক্ত পদক্ষেপ করতে পারবেন। 

আরও পড়ুন- Oil Free Chicken: একফোঁটা তেলও লাগবে না, সহজেই রেডি দারুণ স্বাদের মুরগির মাংস, কীভাবে? জানুন ঝটপট

PNB bank Savings Account