BSNL New Recharge Plan: Jio, এয়ারটেল, Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যার জেরে সাধারণ মানুষ পড়েছেন ঘোর বিপদে। গত কয়েক মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সংযোগ ছেড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। অনেকেই BSNL-এর সংযোগ নিয়েছেন। এবার গ্রাহকদের জন্য রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা দিচ্ছে বাম্পার সুবিধাযুক্ত দারুণ একটি প্ল্যান ব্যবহারের সুবিধা।
BSNL-এর নতুন প্ল্যান বাজার কাঁপাচ্ছে। মাত্র ২৪৯ টাকার রিচার্জ করলেই গ্রাহকরা পেয়ে যাবেন ৪৫ দিনের বৈধতা। প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে বিশেষ এই প্ল্যানে। আনলিমিটেড কলের সুবিধা তো রয়েইছে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টা করে SMS করার সুযোগ।
বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান গুলির দাম চড়চড় করে বাড়িয়েছে। ঠিক এই আবহে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর মারকাটারি অফার। শহর থেকে জেলা প্রতিদিন BSNL-এর গ্রাহক বাড়ছে। বিএসএনএলের সিম সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে দোকানগুলিকে। তবে গ্রাহকদের একটা বড় অংশের অভিযোগ, এখনও পর্যন্ত বিএসএনএল তাদের নেটওয়ার্ক পরিষেবা মসৃণ করতে পারেনি।
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি
আরও পড়ুন- Mobile Phone-Brain Cancer: ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার? সব কাজ ফেলে WHO কী বলছে জানুন!
যদিও সংস্থার দাবি, আগের চেয়ে অনেকাংশে বিএসএনএল নেটওয়ার্ক এখন সুদৃঢ় হয়েছে। গ্রাহকদের পাহাড় প্রমাণ চাহিদার দিকে খেয়াল রেখে অল্প কয়েকদিনের মধ্যেই সেই পরিষেবা আরও মসৃণ করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Travel: ভুলেই যাবেন পুরী-দিঘা! ঘুরে আসুন কলকাতার কাছেই এই অপরূপ সমুদ্র পাড় থেকে
আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! নিমেষে জানুন বাম্পার রেসিপি