/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/international-yoga-day.jpg)
রাঁচির রাস্তা ছেয়ে গেছে হোর্ডিংয়ে। আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাল ঝাড়খন্ডের রাজধানী।
আজ শুক্রবার রাঁচি শহরে প্রায় একাধিক মানুষ অংশগ্রহণ করেছেন যোগব্যায়াম অনুষ্ঠানে। কড়া নিরাপত্তায় আঁটোসাঁটো রাঁচি শহর। রাঁচির প্রভাত তারা মাঠে সকাল ৭ টায় যোগাসন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Narendra Modi at Prabhat Tara ground in Ranchi: We all know the importance of Yoga very well. It has always been an important part of our culture. But now we all have to take the practice of Yoga to another level. #InternationalDayofYoga#Jharkhandpic.twitter.com/bPlcOBi5ns
— ANI (@ANI) June 21, 2019
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, "শুক্রবার, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রভাত তারা মাঠে লাখো মানুষ অংশগ্রহণ করছেন। আমি মনে করি, ঝাড়খন্ডের বাসিন্দারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন"।
আরও পড়ুন: যোগব্যায়ামের সার্টিফিকেট কোর্স শুরু ইগনুতে
এদিন ঝাড়খন্ডের বিভিন্ন শহরে সরকারের তরফ থেকে যোগব্যায়াম সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বছর দেরাদুনে ২১ জুন আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক যোগ দিবস। সেখানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ যোগদান করেছিলেন। দেরাদুন ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট গতবছর এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গত বছর মোদী বলেছিলেন, "যোগাসন সকলকে ঐক্যের সুতোয় বেঁধে রাখবে। যোগাসন করলে মনে শান্তি পাওয়া যায়।"
দেখতে দেখতে এ বছর পাঁচে পা দিল আন্তর্জাতিক যোগ দিবস। শুধু প্রধানমন্ত্রীই নন, যোগ দিবসের অনুষ্ঠানে সোৎসাহে তাল মিলিয়েছেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও।