চোখ নাকি কথা বলে। যেকোনও মানুষকে আকর্ষণ করতে হোক কিংবা নিজে সুন্দর করে সাজতে, চোখ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চোখের নানান প্রসাধনীর মধ্যে বেশিরভাগ মেয়েরাই কাজল পড়তে খুবই পছন্দ করেন।হাল্কা সাজে কাজল মানায়ও ভীষণ ভাল। কিন্তু বাজারের কেমিক্যাল যুক্ত কাজল অনেক সময়ই চোখের নানান ক্ষতি করতে পারে। তাই বাড়িতে বানিয়ে নেওয়াই সবথেকে শ্রেয়।
পূজা নাগদেব ( অ্যারোমাথেরাপিস্ট, কসমেটোলজিস্ট ) বলেন, কাজল মূলত স্টিবনাইট গ্রাইন্ড করে তৈরি করা হয়। বাজার প্রাপ্ত অনেক কাজল থেকেই চোখে অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে। চোখ জ্বালা, চুলকানি ভাব , লাল হয়ে গিয়ে জল পড়া এগুলি খুবিই সাধারন ব্যাপার।কর্নিয়াল আলসার এবং কনজেক্টিভাইটিস এর মত মারাত্মক পরিস্থিতিতে দেখা দিতে পারে। কিভাবে বাড়িতেই বানাবেন কাজল? একদমই সোজা এবং একদম সহজেই বানানো যায়।
উপকরনঃ
- খাঁটি ঘি কিংবা তিলের তল
- রুপো কিংবা ধাতব বাতি
- মোটা সুতির বেত
- তামার থালা
কীভাবে বানাবেনঃ
- এক টেবিল চামচ ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান।
- তামার পাত্রটি উল্টো করে প্রদীপের শিখার ওপর ধরুন।
- যতক্ষণ না পর্যন্ত পুরু কালো আস্তরন পরছে ততক্ষন পর্যন্ত ধরে রাখুন।
- তেল বা ঘি অল্প পরিমানে পাত্রের ওপর দিন এবং মিনিট কয়েক ঘষতে থাকুন।
- একটু তরল আকার নেওয়ার পরেই সেটিকে এয়ার টাইট পাত্রে সঞ্চয় করুন।
- কমপক্ষে ২-৪ ঘন্টা ফ্রিজে রাখুন।
- অবশ্যই কাজল পড়ার সময় সুক্ষ ব্রাশ ব্যাবহার করুন।
শুধু সাধারন কাজল নয় বাদামের কাজল সম্পর্কে শুনেছেন? যাকে ইংরেজিতে বলে almond Kohl, বাজারে সহজলভ্য কিন্তু বাড়িতে বানানো বেশ সহজ। কীভাবে বানাবেন?
উপকরনঃ
৪-৫ টি আলমণ্ড বাদাম, অ্যালভেরা জেল, নারকেল তেল, একটি তামার পাত্র কিংবা সিরামিক বাটি
আরও পড়ুন < সামনেই পুজো! পাল্লা দিয়ে স্কিন চকচকে রাখতে ছেলেরা তৈরি তো? >
পদ্ধতিঃ
- বাদাম আগুনের শিখার কাছে ততক্ষন ধরে রাখুন যতক্ষণ না পর্যন্ত এটি কালো এবং মুচমুচে না হয়।
- বাদাম গুলি একেবারে পুড়ে গেলে গুঁড়ো করে পেস্ট তৈরি করুন।
- সম্পূর্ণ মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
- এক টুকরো তাজা অ্যালোভেরা নিন এবং জেলটি বের করে নিন।
- এর পর অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের সঙ্গে বাদামের গুঁড়ো মিশিয়ে নিন।
- একটি মসৃণ পেস্ট তৈরির আগে নারকেল তেল গরম করার বিষয়টি নিশ্চিত করুন।
- এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন এবং যখন খুশি ব্যবহার করতে পারেন।
তাহলে আর চিন্তা নেই! চোখ ভাল থাকবে আর সৌন্দর্যও বাড়াবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন