/indian-express-bangla/media/media_files/2025/06/03/5ZJmq1oC3LqkbT2bv8Zk.jpg)
Nail Care Lifestyle: নেইলপলিশ তুলতে দামি রিমুভার কেনার দরকার নেই। (প্রতীকী ছবি)
Nail Care Lifestyle: নখে সুন্দর রঙের নেইলপলিশ লাগানো বেশিরভাগ মেয়েদের সৌন্দর্যচর্চার অংশ। তবে সময়ের অভাবে কিংবা রিমুভার শেষ হয়ে গেলে পুরনো নেইলপলিশ তুলতে বেশ ঝামেলা হয়। এই পরিস্থিতিতে দোকান থেকে আবার রিমুভার কেনা অথবা রিমুভার না পেয়ে নখে রং রেখেই বের হওয়া— এই সমস্যার সমাধান কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। আপনার বাসায় থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই নেইলপলিশ তুলতে পারেন। জেনে নিন ৫টি কার্যকর উপায়—
১. ডিওডোরেন্ট
আমরা সাধারণত ডিওডোরেন্ট ব্যবহার করি ঘামের গন্ধ দূর করতে। কিন্তু আপনি জানেন কি, এটি নেইলপলিশ তুলতেও কার্যকর?
ব্যবহার পদ্ধতি:
একটি তুলোর প্যাড বা তুলার বলে সামান্য পরিমাণ ডিওডোরেন্ট স্প্রে করুন
এবার তা দিয়ে নখে আলতো করে ঘষুন
ধীরে ধীরে নেইলপলিশ উঠে যাবে
এটি একটু সময় নিতে পারে, কিন্তু জরুরি সময়ে দারুণ কাজ দেয়।
আরও পড়ুন- উজ্জ্বল কাচের মত ত্বক চান? ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই কাজে লাগান এই ৬ রাত্রিকালীন টিপস
২. হ্যান্ড স্যানিটাইজার
COVID-এর পর থেকে প্রায় সবাই স্যানিটাইজার বহন করে। এটি শুধু জীবাণু মারতেই নয়, নেইলপলিশ তোলার জন্যও উপকারী।
ব্যবহার পদ্ধতি:
একটি তুলোর বলে হ্যান্ড স্যানিটাইজার ঢালুন
নেইলপলিশের ওপর লাগিয়ে ঘষুন
ধীরে ধীরে রঙ ফিকে হয়ে যাবে এবং পুরোপুরি উঠে যাবে
কারণ: এতে থাকা অ্যালকোহল নেইলপলিশ গলিয়ে ফেলে।
আরও পড়ুন- চালের জল ও নারকেল তেলে ঘন এবং চকচকে চুল! সহজেই বানিয়ে নিন এই প্রাকৃতিক হেয়ার মাস্ক
৩. টুথপেস্ট
টুথপেস্ট দাঁতের পরিচর্যা ছাড়াও রূপচর্চায় নানা উপায়ে কাজে লাগে। নেইলপলিশ তোলার ক্ষেত্রেও এর কার্যকারিতা রয়েছে।
ব্যবহার পদ্ধতি:
পুরোনো টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিন
নখে আলতো করে ব্রাশ করুন
ধীরে ধীরে নেইলপলিশ উঠতে শুরু করবে
কারণ: টুথপেস্টে থাকা ইথাইল অ্যাসিটেট অনেকটাই নেইলপলিশ রিমুভারের মত কাজ করে।
আরও পড়ুন- দামি নয়! রোদে ঘি-অ্যালোভেরায় ত্বক বাঁচান, ঘরেই বানান প্রাকৃতিক সানস্ক্রিন
৪. সুগন্ধি/পারফিউম
পুরোনো সুগন্ধির বোতল ফেলে না-দিয়ে নেইলপলিশ তুলতে ব্যবহার করুন।
ব্যবহার পদ্ধতি:
তুলার প্যাডে সুগন্ধি লাগিয়ে নেইলপলিশের ওপর ঘষুন
এটি ডিওডোরেন্টের মতই কাজ করবে
আরও পড়ুন- নুন, হলুদ, তেল, লবঙ্গেই দাঁত ঝকঝকে! বাড়িতেই ট্রাই করুন দারুণ এই টিপস
৫. হেয়ার স্প্রে
এমনকী হেয়ার স্টাইলের জন্য ব্যবহৃত স্প্রে-ও নেইলপলিশ তুলে দিতে সক্ষম।
ব্যবহার পদ্ধতি:
হেয়ার স্প্রে একটি তুলায় স্প্রে করুন
ঘষে নখ থেকে নেইলপলিশ মুছে ফেলুন
সতর্কতা: অনেক হেয়ার স্প্রেতে অ্যাসিটোন থাকে, তাই বেশি ব্যবহার করলে নখ শুকনো হয়ে যেতে পারে। ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
অতিরিক্ত টিপস:
প্রতিবার নেইলপলিশ মুছে ফেলার পরে নখে ভালো করে ময়েশ্চারাইজার বা অলিভ অয়েল লাগান
একই পদ্ধতি একাধিকবার প্রয়োগ করতে হতে পারে
চোখের আশপাশে এগুলো ব্যবহার না করাই ভালো
এই টিপসগুলো শুধু সহজ নয়, আপনার পকেটকেও সুরক্ষা দেয়। এখন থেকে নেইলপলিশ তুলতে দামি রিমুভার খুঁজতে হবে না— হাতের কাছেই সমাধান। আপনি কীভাবে নেইলপলিশ তোলেন, জানান নীচে, আমাদের কমেন্ট বক্সে।