/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rose-Day-Love-1.jpg)
Rose Day-Love 1: এর পাশাপাশি গ্রিটিংস কার্ডের মাধ্যমেও পছন্দের মানুষকে শুভেচ্ছা জানানোর রীতি এই দিন পালিত হয়। (ছবি-হোয়াটসঅ্যাপ)
Rose Day 2024: প্রেম সপ্তাহের প্রথম দিনটি হল রোজ ডে। এই দিনটি পালনের নানা কাহিনি আছে। শোনা যায়, রোমান সম্রাট ক্লডিয়াস দ্বিতীয় এই গোলাপ দিবসের দিনই তাঁর প্রেমিকা জুলিয়া অগাস্টাকে প্রেমপত্র দিয়েছিলেন। শেক্সপিয়ার তাঁর নাটক 'হ্যামলেট'-এ রোজ ডে-এর উল্লেখ করেছেন। সব মিলিয়ে বলা যায় যে, অতীত থেকেই প্রেমের প্রকাশ করতে লাল গোলাপ দেওয়ার চল ছিল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rose-Day-Greetings-Rose-Day.jpg)
বর্তমানে সময়ে যেভাবে রোজ ডে পালন হয়
অনেকেই তাঁদের প্রেমিক বা প্রেমিকার জন্য গোলাপের তোড়া কিনে নেন। কেউ আবার বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য গোলাপের তোড়া কেনেন। অনেকে আবার অফিসের সহকর্মীদের জন্য গোলাপ নিয়ে যান। কেউ আবার স্কুল বা হাসপাতালে গোলাপ বিতরণ করেন। অনেক লোক আবার নিজের বাড়িতে কিনে গোলাপ নিয়ে যান। যাঁরা সেটাও করেন না, তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় রোজ ডে স্ট্যাটাস দেন। এর পাশাপাশি গ্রিটিংস কার্ডের মাধ্যমেও পছন্দের মানুষকে শুভেচ্ছা জানানোর রীতি এই দিন পালিত হয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rose-Day-Love-and-Rose.jpg)
সোশ্যাল মিডিয়ায় রোজ ডে
সোশ্যাল মিডিয়া সক্রিয় হওয়ার পর রোজ ডে-এর সকাল থেকে শুরু হয়ে যায় ঘনিষ্ঠদের শুভেচ্ছা জানানোর বার্তা। যার মাধ্যম হল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মত নানা প্ল্যাটফর্ম। সেই সব বার্তার মধ্যে অনেক প্রেমিক বা প্রেমিকাই কবিতা পাঠান। কেউ আবার বিখ্যাত কোনও উক্তি উদ্ধৃত করে দেন। অনেককে আবার দেখা যায় হোয়াটসঅ্যাপে রোম্যান্টিক কোনও স্ট্যাটাস দিতে। এর পাশাপাশি, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সকাল থেকেই উপচে পড়ে রোজ ডে উপলক্ষে নানা বার্তা।
আরও পড়ুন- বুক ফাটে তো মুখ ফোটে না! প্রেম দিবসে কোন কায়দায় সঙ্গীকে করবেন চিরআপন
আরও পড়ুন- ভ্যালেন্টাইন’স উইকে পড়ছে কোন দিনগুলো, কোনটা অ্যান্টি ভ্যালেন্টাইন’স উইকে, দেখে নিন
আরও পড়ুন- একসপ্তাহ ধরে ভ্যালেন্টাইন’স ডে-এর দিকে এগোন প্রেমিক-প্রেমিকারা, কী এর ইতিহাস, তাৎপর্য?