Advertisment

AC Machine: AC ও ফ্যান দুটোই একসঙ্গে চালাচ্ছেন? এতে সত্যিই কমে বিদ্যুতের বিল? নাকি পুরোটাই 'ধাপ্পা'!

Air Conditioner & Ceiling Fan: এসি মেশিনের সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে বিদ্যুতের খরচ বাড়ে না কমে? একাংশের AC ব্যবহারকারীরা মনে করেন এসি-ফ্যান দুটোই একসঙ্গে চালালে বিদ্যুতের খরচ বাড়ে। তবে অনেকে আবার মনে করেন এতে বরং বিদ্যুতের খরচ কম হয়। তবে এই ধারণায় বিরাট একটি ধন্দ রয়েছে। জেনে নিন এব্যাপারে বিশেষজ্ঞরা কী বলছেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Running AC and fan together reduces electricity consumption

AC Machine & Ceiling Fan: এসি এবং ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুতের খরচ কমে না বাড়ে?

AC Machine: অসহ্য গরম থেকে পরিত্রাণ পেতে AC-র জুড়ি নেই। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পেতে AC-এর উপরেই ভরসা করছেন অনেকে। এই AC বা এয়ার কন্ডিশনার মেশিনের সঙ্গে অনেকেই সিলিং ফ্যানও চালান। অনেকে আবার শুধুই এয়ার কন্ডিশনার (Air Conditioner) মেশিনটি চালান। কেউ কেউ মনে করেন AC-র সঙ্গে ফ্যান চালালে বিদ্যুতের খরচ খানিকটা বাঁচে। কেউ আবার মনে করেন, এই ধারণা সঠিক নয়। ঠিকটা তবে কী? এই নিয়েই রইল আজকের বিশেষ এই প্রতিবেদন।

Advertisment

তাপপ্রবাহের গ্রাসে বাংলা। শহর থেকে জেলা, তীব্র দাবদাহে নাকাল আট থেকে আশি। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পেতে অনেকেই AC কিনছেন। ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে AC কিনতে ভিড় রীতিমতো নজর কাড়ছে।

অনেকেই AC-র সঙ্গে আর সিলিং ফ্যান (Ceiling Fan) চালান না। তাঁরা মনে করেন, এতে বিদ্যুতের খরচ আরও বেড়ে যায়। তাঁরা এও মনে করেন সিলিং ফ্যান ছাদের গরম বাতাস টেনে নমিয়ে দেয় ঘরের নীচে। যার জেরে ঘর আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাই ফ্যান আর AC একসঙ্গে তাঁরা চালান না।

আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকেও বেশি আর বিদ্যুতের খরচও কমায়?

তবে এই ধারণা সঠিক নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং বিশেষজ্ঞদের দাবি, AC-র সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে ফ্যানটি ঘরের বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়। ঘরের লোকজনকে শীতল ও আরামদায়ক একটি অনুভূতি এনে দেয়। AC-র সঙ্গে ফ্যান চালালে বরং বিদ্যুতের সাশ্রয় হয়।

আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

তবে এই প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ বাঁচাতে AC-র তাপমাত্রা ২৪-২৬-এর মধ্যে সেট করতে হবে। সেই সঙ্গে ফ্যানের স্পিডও সর্বনিম্ন রাখতে হবে। সাধারণভাবে ৬ ঘণ্টা AC ব্যবহার করলে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের খরচ হবে ৬ ইউনিট। অর্থাৎ AC আর ফ্যান একসঙ্গে চালালে বাঁচবে বিদ্যুতের খরচ।

আরও পড়ুন- AC Machine: চরম গরমে প্রাণ জুড়োচ্ছে AC, এবার ঘর ঠান্ডার এই যন্ত্র নিয়েই ভয়ঙ্কর আশঙ্কা!

Air Conditioner Ac Machine air conditioner machine
Advertisment