Saraswati Puja 2025: আর কয়েক দিন পরেই বিদ্যার দেবী সরস্বতী পুজো। গোটা বসন্ত পঞ্চমী নামে পরিচিত এই উৎসব মহা আড়ম্বরে উদযাপিত হবে। প্রতি মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। তাই এইদিনকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এই দিনে বাড়িতে, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়।
এবছর কবে বসন্ত পঞ্চমী?
এবছর বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ১১.৪৫ মিনিটে আরম্ভ হবে। পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩৬ মিনিটে শেষ হবে। উদয়া তিথির হিসাবে বসন্ত পঞ্চমী উৎসব ২ ফেব্রুয়ারি, ২০২৫ উদযাপন করা হবে। সরস্বতী পুজোর দিন বিদ্যার দেবীকে অনেক পারম্পরিক জিনিস দিয়ে ভোগ নিবেদন করা হয়। কী কী সেদিন দেবীকে ভোগে দিতে পারেন এই প্রতিবেদনে জেনে নিন।
বেসনের লাড্ডু প্রসাদ দিন সরস্বতী দেবীকে
বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীকে বেসনের লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করা যায়। এটা শুভ মনে করা হয়। এটা বাড়িতে সহজেই বানাতে পারেন। এটা বানাতে সবার প্রথমে আপনাকে শুদ্ধ দেশি ঘিয়ের মধ্যে বেসনকে ভাল করে পাক দিতে হবে। তার মধ্যে চিনি এবং এলাচ মেশাতে হবে। এইভাবে আপনি ঘরেই বেসনের লাড্ডু বানিয়ে নিতে পারবেন। বেসনের লাড্ডু মা সরস্বতীর খুবই প্রিয়।
কেশর এবং দুধ দিয়ে তৈরি পায়েস
বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে কেশর এবং দুধ দিয়ে তৈরি পায়েস ভোগ দিতে পারেন। এটাই সরস্বতী পুজোর আদর্শ ভোগ। এটা বানাতে অনেক শুদ্ধতা লাগে। এই ভোগ দিলে দেবী সরস্বতী অনেক প্রসন্ন হন।
কুল প্রসাদ
দেবী সরস্বতীর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই কুল নিবেদন করতে হয়। ফলের মধ্যে কলা এবং কুল ভোগপ্রসাদে দেওয়া হয়।
আরও পড়ুন ঘিয়ের সঙ্গে ভুল করেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ!
বাসন্তী পোলাও ভোগ
বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে গুড় এবং হলুদ দিয়ে তৈরি মিষ্টি বাসন্তী পোলাও ভোগ নিবেদন করতে পারেন। এই বাসন্তী পোলাওয়ের মাহাত্ম্য অনেক ভোগপ্রসাদে। এই ভোগে ইতিবাচক শক্তি এবং ঘরে সমৃদ্ধি আসে।
হলুদ এবং সাদা ফুল শুভ হয়
দেবী সরস্বতীকে বসন্ত পঞ্চমীর দিন হলুদ এবং সাদা ফুল নিবেদন করতে হয়। হলুদ রং জ্ঞান, বুদ্ধি এবং উন্নতির প্রতীক। পাশাপাশি সাদা রং শুদ্ধ এবং স্বচ্ছতার প্রতীক। এই ফুল নিবেদন করলে দেবী সরস্বতী প্রসন্ন হয়।