স্কিন অ্যালার্জি যেকোনও সময় হতে পারে। অনেক সময় প্রচন্ড গরমে এই স্কিন অ্যালার্জি আরও ভয়ানক মাত্রা নেয়। এগুলি একধরনের ফাংগাল ইনফেকশন এবং খুব সহজে কিন্তু এর থেকে রেহাই মেলে না। বলা উচিত, দিনের পর দিন ওষুধ খেলেও এটির মাত্রা সহজে কমে না।
Advertisment
আয়ুর্বেদ এর ভাষায় একে দাদরু বলা হয়ে থাকে। এবং এটি নির্দিষ্ট কিছু জায়গায় ভাতা দশার কারণেই হতে পারে। এর থেকে চুলকানি এবং মাঝে মধ্যে সেই থেকে কস বেরোনর মত সমস্যা দেখা যায়।
সাধারণত কোন কোন স্থানে এই ধরনের অ্যালার্জি দেখা যায়?
পায়ের পাতায়, বগলের নিচে, আঙ্গুলের ফাঁকে, গলায় এবং ঘাড়ে বিশেষ করে যেখানে ঘাম জমার সুযোগ রয়েছে সেইখানেই দেখা যায়।
আয়ুর্বেদিক উপায় গুলি জেনে নিন, রইল টিপস:-
বেসিল এবং নিম পাতা পেস্ট:- ১০ থেকে ১২টা বেসিল পাতা ভাল করে বেটে এর রস বের করে নিন। তারসঙ্গে মিশিয়ে নিন, সামান্য পরিমাণে নিমের পাউডার। পেস্ট বানিয়ে এটিকে অ্যালার্জির জায়গায় লাগিয়ে নিন। কম করে ১০ দিন এটি লাগাবেন তাহলে রেহাই পাবেন।
অ্যাপেল সাইডার ভিনেগার:- চুলকুনি এবং অ্যালার্জি থেকে বাঁচতে এটি বেশ কার্যকরী। তার কারণ, এর মধ্যে অ্যান্টি ফাংগাল উপাদেয় থাকে। অ্যাপেল সাইডার ভিনেগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে তাতে একটু তুলো ভিজিয়ে রাখুন। অ্যালার্জি এর জায়গায় সেটিকে আলতো করে ধরে রাখুন। সারাদিনে তিনবার করলেই এর থেকে অনেকটা ভাল থাকবেন।
অ্যালোভেরা:- অ্যালোভেরা এমনিতেই ঠান্ডা জিনিস। এটি সহজেই স্কিনের জ্বালা এবং চুলকুনি কমাতে সাহায্য করে। স্কিনের প্রদাহ কম করতে পারে। অ্যালোভেরা পাল্প হোক কিংবা জেল স্কিন অ্যালার্জির জায়গায় সারাদিনে ৩ বার লাগানোর অভ্যাস করুন। এমনিতেই অনেকটা সমস্যা কমবে।