Advertisment

Surya Grahan 2025 Date and Time: এই দিনে লাগবে সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে? জানুন দিনক্ষণ

Surya Grahan 2025 Date and Time in India: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ফের সূর্যগ্রহণ লাগবে। এবার বলয়গ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে আকাশে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Surya Grahan 2025: সূর্যগ্রহণ ফের কবে, কোথায় দেখা যাবে?

Surya Grahan 2025: সূর্যগ্রহণ ফের কবে, কোথায় দেখা যাবে?

Surya Grahan (Solar Ecllipse) 2025 Date and Time in India: ২০২৪ সালের একাদশ মাস চলছে। নতুন বছর পড়তে অর্থাৎ ২০২৫ সাল পড়তে এখনও একমাস বাকি। আগামী বছর ২০২৫ সালেও সূর্যগ্রহণ হবে। আকাশে অদ্ভূত মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ২০২৫ সালে মার্চ মাসে আংশিক সূর্যগ্রহণ লাগবে। এবছর শেষ সূর্যগ্রহণ ২ অক্টোবর ছিল। যা ছিল বলয়গ্রাস গ্রহণ।

Advertisment

Surya Grahan 2025 Date and Time

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ লাগবে। এটি আংশিক সূর্যগ্রহণ হবে। ভারতীয় সময়ানুযায়ী, ২৯ মার্চ ২০২৫ এই আংশিক সূর্যগ্রহণ দুপুর ২.২০ মিনিটে শুরু হবে। সন্ধে ৬.১৩ মিনিটে শেষ হবে।

কোথায় কোথায় দেখা যাবে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ?

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ছাড়াও আটলান্টিক এবং সুমেরু মহাসাগর থেকে দেখা যাবে।

ভারতে দেখা যাবে সূর্যগ্রহণ?

আংশিক সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ২০২৪ সালের পূর্ণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণও ভারত থেকে দেখা যায়নি।

সূর্যগ্রহণ কত প্রকারের হয়?

সূর্যগ্রহণ চার প্রকারের হয়, পূর্ণগ্রাস, আংশিক, বলয়গ্রাস এবং হাইব্রিড সূর্যগ্রহণ। ২ অক্টোবর হতে চলায় বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। কারণ সেই সময় ভারতে অন্ধকার থাকবে। কিন্তু আপনি গ্রহণের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। 

আরও পড়ুন বছরের শেষ সূর্যগ্রহণ কবে-কখন-কোথায়? এই ৬টি জিনিস মাথায় রাখুন গর্ভবতী মহিলারা

গ্রিনউইচের রয়্যাল মিউজিয়ামের মতে, একবার পৃথিবীর কোনও অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তার পর সেই জায়গায় আবার পূর্ণগ্রাস গ্রহণ লাগতে প্রায় ৪০০ বছর লেগে যায়।

ভারতে শেষবার কবে সূর্যগ্রহণ দেখা গিয়েছিল?

ভারতে শেষবার সূর্যগ্রহণ দৃশ্যমান হয়েছিল ২৬ ডিসেম্বর, ২০২৯ সালে। সেটাও বলয়গ্রাস ছিল। এই গ্রহণ ৩.৫৩ মিনিট পর্যন্ত ছিল। এবারের সূর্যগ্রহণে আকাশে আশ্চর্যজনক রিং অফ ফায়ার বা আগুনের বলয় দেখা যাবে সূর্যের চারপাশে।

Solar eclipse human lifestyle lifestyle
Advertisment