Advertisment

Thailand Visa Free Entry: ভিসা ছাড়াই ঘুরুন ব্যাঙ্কক-পাট্টায়া, এবার ভারতীয়দের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে থাইল্যান্ড

Thailand Approves Indefinite Visa-Free Entry For Indian Travellers: থাইল্যান্ড যাত্রা এখন আরও সহজ ভারতীয়দের জন্য। ভিসা নিয়ে মুশকিল আসান। এবার আরও বেশি দিন ভিসা ছাড়া ঘোরা যাবে এই দেশে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Thailand Visa: থাইল্যান্ড বেড়ানো এখন আরও সহজ ভারতীয়দের জন্য

Thailand Visa: থাইল্যান্ড বেড়ানো এখন আরও সহজ ভারতীয়দের জন্য

Thailand Visa News: থাইল্যান্ড বেড়াতে যেতে চান? পকেট পারমিট করলেও ভিসা নিয়ে দোটানায় রয়েছেন? তাহলে কুছ পরোয়া নহি। এবার মুশকিল আসান ভারতীয় পর্যটকদের জন্য। থাইল্যান্ড যাত্রা এখন আরও সহজ। ভিসা ফ্রি এন্ট্রি পরিষেবা আরও বাড়িয়েছে থাইল্যান্ড প্রশাসন। পরিসংখ্যান বলছে, এই বছর ১৬ লক্ষেরও বেশি ভারতীয় থাইল্যান্ড যাত্রা করেছেন। এই সিদ্ধান্তের জেরে ডেস্টিনেশন ওয়েডিং, গ্রুপ ইভেন্ট এবং পর্যটনের জন্য অনেক সুবিধা পাওয়া যাবে।

Advertisment

থাইল্যান্ড বিজনেস নিউজ অনুযায়ী, থাইল্যান্ড ভারতীয় নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি এন্ট্রি করে দিয়েছে। এর আগে এই নীতি ১১ নভেম্বর, ২০২৪-এ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ভিসা ফ্রি এন্ট্রি নীতি অনুযায়ী, ভারতীয়রা থাইল্যান্ডে ৬০ দিন পর্যন্ত বিনা ভিসায় থাকতে পারবেন। শুধু তাই নয়, আরও ৩০ দিনের জন্য মেয়াদ বাড়ানোর বিকল্প পাবেন তাঁরা।

রিপোর্ট অনুযায়ী, থাইল্যান্ডের জন্য আগে ভিসা করতে গেলে ভারতীয়দের ৩ হাজার টাকা খরচ হত। তার সঙ্গে অনেক নথিপত্র জমা দিতে হত। পরিসংখ্যান বলছে, এবছর জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ১৬ লক্ষ ভারতীয় থাইল্যান্ড যাত্রা করেছেন। মনে করা হচ্ছে, থাইল্যান্ড সরকারের নয়া সিদ্ধান্তের পর ভারতীয় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন বিশ্বের কোন ৩ জনের পাসপোর্ট লাগে না জানেন? উত্তরটা জানলে তাজ্জব হবেন!

ভারতীয় পাসপোর্ট কতটা শক্তিশালী?

হ্যানলি গ্লোবাল ব়্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট দুনিয়ার ৮৩তম স্থানে রয়েছে শক্তিশালী পাসপোর্টের তালিকায়। এই তালিকায় মোট ১০৫টি দেশ রয়েছে। যাঁর মধ্যে শীর্ষ ১৯৫টি দেশ রয়েছে। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান। ভারতীয় পাসপোর্টের মাধ্যমে ৫৮টি দেশে ভিসা ফ্রি এন্ট্রি করা যায়।

World Tourism Free Visa Thailand Visa travel destination tourism travel Tourist Visa
Advertisment