General Knowledge-Passport: বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর ১০০ বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে, তিনি রাষ্ট্রপ্রধান হোন বা অন্য কোনও তাবড় ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকেরই পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা ভাবাই যায় না। কিন্তু বিশ্বে এমন শুধুমাত্র তিনজন ব্যক্তি রয়েছেন, যাঁরা বিদেশ ভ্রমণে গেলে পাসপোর্টের কথা ভুলেও কেউ জিজ্ঞেসও করবে না।
এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণে গেলে কিংবা কোনও কাজে গেলে প্রত্যেকেরই পাসপোর্টের প্রয়োজন হয়। এই পাসপোর্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, তাঁর নাগরিকত্বের প্রমাণ-সহ স্বাক্ষর থাকে। এটাই স্বাভাবিক একটি নিয়ম। কিন্তু এই নিয়ম তিনজনের জন্য লাগু নয়। গোটা বিশ্বে এই তিনজন পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন সব দেশে।
বিশ্বে কোন ৩ জনের পাসপোর্ট লাগে না?
গোটা বিশ্বে শুধুমাত্র তিন জনের কখনই পাসপোর্টের প্রয়োজন হবে না। তাঁরা হলেন ব্রিটেনের রাজা, জাপানের রাজা এবং রানী। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তাঁর এই সুবিধা ছিল। তিনি প্রয়াত হওয়ার ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন ব্রিটেনের রাজা হওয়ার দরুন তাঁর সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেওয়া হোক। শুধুমাত্র ব্রিটেন রাজ পরিবারের রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারবেন। তাঁর পরিবারের বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। ঠিক একইভাবে জাপানের রাজা এবং রানী এই সুবিধা পান। তাঁরাও পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন।
আরও পড়ুন- BSNL: Jio-Airtel-কে কাঁদিয়ে ছাড়বে BSNL! নামমাত্র খরচেই ৩ মাস কলিং-ইন্টারনেটের সুবিধা!
আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!
আরও পড়ুন- Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!
পৃথিবীর ২০০ টিরও বেশি দেশের ৮০০ কোটিরও বেশি মানুষের মধ্যে শুধুমাত্র এই তিনজন ব্যক্তি পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। তাঁদের পাসপোর্ট তো কেউ দেখতে চাইবেই না, অতিরিক্ত আতিথেয়তা ও পূর্ণ মর্যাদা দেওয়া হবে তাঁদের।