Turmeric Fabrics Hacks: আপনার প্রিয় শার্ট বা শাড়ি মাত্র একবার ধোয়ার পরই কি নেতিয়ে পড়ে বা পুরোনো দেখায়? আয়রন করলেও কি দাগ থেকেই যায়? তাহলে এবার ঘরে তৈরি করুন এমন এক বিশেষ লন্ড্রি পেস্ট যা শুধু ময়লা দূরই করবে না, আপনার পোশাককেও দেবে একেবারে নতুনের মতো চকচকে লুক আর শক্তপোক্ত ভাব।
কেন ব্যবহার করবেন হলুদ?
হলুদে থাকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান, যা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। শুধু রং নয়, এটি কাপড়কে দীর্ঘস্থায়ী ঝলকও দেয়।
আরও পড়ুন- অল্প বয়সেই চুল পাকছে? চিকিৎসকের ঘরোয়া হেয়ার ডাইয়ের টিপসই ফেরাবে চুলের কালো রং
কী কী লাগবে?
-
ধাপ ১: একটি বাটিতে জল, হলুদ গুঁড়ো ও ডিটারজেন্ট মিশিয়ে নিন।
-
ধাপ ২: শার্ট বা যে কোনও জামা এই লিকুইডে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
-
ধাপ ৩: অন্য একটি প্যানে আধা লিটার জল গরম করে তাতে মেথি বীজ মিশিয়ে দিন।
-
ধাপ ৪: মেথি সিদ্ধ হয়ে গেলে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন।
-
ধাপ ৫: এই পেস্ট ছেঁকে একটি বয়ামে রাখুন—তিন মাস পর্যন্ত ঠিক থাকবে।
-
ভিজানো জামা একটি নরম ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষুন।
-
ময়লা নিজে থেকেই উঠে যাবে।
-
এবার একটি বালতিতে এক চা চামচ মেথি পেস্ট, এক চা চামচ আপনার পছন্দের অ্যাডহেসিভ লন্ড্রি পেস্ট এবং অল্প জল মিশিয়ে একটি নতুন লিকুইড তৈরি করুন।
-
জামাটি এতে ডুবিয়ে রাখুন এবং লিকুইডটি গোটা জামায় ছড়িয়ে দিন।
-
জামা শুকানোর সময় সরাসরি রোদে দিন, ধোয়ার দরকার নেই।
-
ফলাফল: নতুনের মতো উজ্জ্বল, শক্ত এবং দাগহীন জামা।
-
মেথি বীজের প্রাকৃতিক পলিস্যাকারাইড কাপড়ের ওপর একটি প্রোটেকটিভ লেয়ার তৈরি করবে
-
হলুদ, জীবাণু নাশক ও প্রাকৃতিক ব্রাইটনার হিসেবে কাজ করে
-
ব্রাশ দিয়ে ঘষলে ময়লা আলগা হয়ে যাবে এবং জামা উজ্জ্বল হবে
কোন কাপড়ে ব্যবহার করা যাবে?
গাঢ় রং ব্যবহার করার আগে একটি ছোট অংশে টেস্ট করে নিন
টিপস:
-
এই পেস্ট দিয়ে শীতকালের মোটা জামা যেমন সোয়েটারেও ফ্রেশ লুক আনতে পারবেন
-
লন্ড্রির ডিটারজেন্ট ফ্রিজে রাখলে আরও দীর্ঘস্থায়ী হবে
-
রোদে শুকানোর সময় কাপড়টি উল্টো করে দিন, যাতে রঙ ঠিক থাকে
গোটা বিষয়টি খুবই সহজ, কিন্তু অত্যন্ত কাজের। বাজারের কেমিক্যাল মেশানো শাইনিং ডিটারজেন্টের তুলনায় এটি নিরাপদ, ইকো-ফ্রেন্ডলি এবং অনেক বেশি টেকসই ফল দেয়। তাই পুরোনো জামা ফেলবেন না—বরং এই প্রাকৃতিক কায়দায় পোশাককে দিন নতুন জীবন।